বিশ্বের সবচেয়ে উঁচু সেতু বানাচ্ছে চীন, ১ ঘণ্টার পথ পাড়ি দেয়া যাবে ১ মিনিটে

চীন আগামী জুন মাসে হুয়াজিয়াং 'গ্র্যান্ড ক্যানিয়ন ব্রিজ' খুলে দেওয়ার প্রস্তুতি নিচ্ছে। প্রায় দুই মাইল দীর্ঘ এই সেতুটি একটি বিশাল গিরিখাতের ওপরে নির্মিত।
২১৬ মিলিয়ন পাউন্ড ব্যয়ে নির্মিত এই ব্রিজ ব্যবহারের মাধ্যমে মাত্র এক মিনিটে পাড়ি দেয়া যাবে এক ঘণ্টার যাত্রাপথ। ৫২৪ মিটার উচ্চতায় নির্মিত এই ব্রিজটি আইফেল টাওয়ারের চেয়ে ২০০ মিটার বেশি উঁচু এবং তিনগুণ ভারী।
সেতুটিকে প্রকৌশল দুনিয়ার অনন্য এক নিদর্শন বলে অভিহিত করছেন বিশেষজ্ঞরা।
চীনা রাজনীতিবিদ ঝাং শেংলিন বলেন, 'পৃথিবীর ফাটল' নামে পরিচিত এই অঞ্চলজুড়ে বিস্তৃত প্রকল্পটি চীনের প্রকৌশল সক্ষমতা প্রদর্শন করবে এবং গুইঝৌকে বিশ্বমানের পর্যটন গন্তব্যে পরিণত করতে সহায়ক হবে।'
এর স্টিল ট্রাসের ওজন প্রায় ২২ হাজার মেট্রিক টন — যা তিনটি আইফেল টাওয়ারের সমান। এটি মাত্র দুই মাসেই স্থাপন করা হয়েছে।
প্রধান প্রকৌশলী লি ঝাও বলেন, 'নিজের কাজকে বাস্তবে রূপ নিতে দেখলে এবং শেষমেশ গিরিখাতের ওপরে ঠিকঠাক দাঁড়িয়ে যেতে দেখলে সাফল্যের অনুভূতি দেয়।'
চীনের প্রত্যন্ত অঞ্চলে গুরুত্বপূর্ণ যোগাযোগের নতুন পথ তৈরি করার পাশাপাশি এই সেতু একটি বড় ধরনের পর্যটন কেন্দ্র হিসেবেও ভূমিকা পালন করবে।
গণমাধ্যম দ্য মেট্রোর বরাতে জানা গেছে, এই প্রকল্পের আওতায় কাঁচের তৈরি হাঁটার পথ এবং 'বিশ্বের সবচেয়ে উঁচু বাঞ্জি জাম্প স্পট' তৈরির পরিকল্পনাও প্রকাশ করা হয়েছে।
বিশ্বের ১০০টি সর্বোচ্চ সেতুর অর্ধেকেরও বেশি চীনের এই অঞ্চলে অবস্থিত।
উল্লেখ্য, ২০১৬ সালে চীনের সর্বোচ্চ সেতু নির্মিত হয়েছিল বেইপানজিয়াং-এ, যার উচ্চতা ছিল ১ হাজার ৮৫৪ ফুট।