প্রতিদিন রাস্তা বন্ধ করে গুলশানের বাসা থেকে যাতায়াত: গাজীপুরের কমিশনারকে শোকজ করা হবে, জানালেন স্বরাষ্ট্র উপদেষ্টা

গাজীপুর মহানগর পুলিশের (জিএমপি) কমিশনার মো. নাজমুল করিম খান ঢাকায় থাকেন। প্রতিদিন গুলশানের বাসা থেকে গাজীপুর আসেন, ফেরেনও একইভাবে।
যাওয়ার সময় টঙ্গীর কলেজগেট এলাকায় উড়ালসড়ককে একমুখী করে দেওয়া হয়। এ সময় গাজীপুর থেকে ঢাকামুখী লেন বন্ধ হয়ে যায়। তার ফেরার সময় একইভাবে একমুখী করে দেওয়া হয় গাজীপুরের ভোগড়া এলাকার উড়ালসড়ক। তখন গাজীপুরমুখী যান চলাচল বন্ধ থাকায় ভোগান্তিতে পড়েন সাধারণ মানুষ।
মো. নাজমুল করিম খান জিএমপি কমিশনার পদে নিয়োগ পান গত বছর ১১ নভেম্বর। চলতি বছরের ১ মে বাংলাদেশ পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনের সভাপতি হন তিনি।
সম্প্রতি সংবাদমাধ্যমে গাজীপুরের 'পুলিশ কমিশনার থাকেন ঢাকায়, রাস্তা বন্ধ করে ঢোকেন গাজীপুরে' শীর্ষক প্রতিবেদন প্রকাশিত হয়।
এই প্রতিবেদনের পরিপ্রেক্ষিতে আজ সোমবার (২৫ আগস্ট) বাংলাদেশ সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে আইনশৃঙ্খলা-সংক্রান্ত কোর কমিটির সভা শেষে সাংবাদিকদের ব্রিফিংকালে এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্র উপদেষ্টা জানান, তাকে শোকজ দেওয়া হবে।
উপদেষ্টা বলেন, 'গাজীপুরের পুলিশ কমিশনার যাওয়া আসার সময় রাস্তা বন্ধ করে নিজে চলাচল করেন আর জনদুর্ভোগ সৃষ্টি করেন, এজন্য তাকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হবে।'
এ বিষয়ে পুলিশ মহাপরিদর্শক প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন বলে জানান তিনি।