বরিসের নেতৃত্বে অনাস্থা, একইদিনে অর্থ ও স্বাস্থ্যমন্ত্রীর পদত্যাগ

কয়েক মিনিটের ব্যবধানে মঙ্গলবার, একই দিনে ইস্তফা দিয়েছেন ব্রিটেনের দুই ক্যাবিনেট মন্ত্রী। প্রথমে পদত্যাগ করেন অর্থমন্ত্রী ঋষি সুনাক। তার কয়েক মিনিটের মধ্যেই পদত্যাগ করেন স্বাস্থ্যমন্ত্রী সাজিদ জাভেদ।
তাদের দাবি, ব্রিটেনের প্রধানমন্ত্রী বরিস জনসনের পর আস্থা হারিয়েছেন। এদিকে রাজনৈতিক মহলের বক্তব্য, ঋষি এবং সাজিদ হাত মিলিয়ে নেওয়ায় জনসনের পক্ষে সরকার টিকিয়ে রাখা যথেষ্ট কঠিন হবে।

পদত্যাগের কথা জানিয়ে ঋষি সুনাক একটি টুইট করেন। সেই টুইটের সঙ্গে জুড়ে দেন প্রধানমন্ত্রীকে দেওয়া তার চিঠিও। টুইটে ঋষি লেখেন, 'জনগণ আশা করে সরকার সঠিকভাবে, দক্ষতার সঙ্গে এবং গুরুত্ব সহকারে পরিচালিত হবে।'
তিনি আরও লেখেন, 'আমার বিশ্বাস, মন্ত্রী হিসেবে এটাই আমার শেষ দফা হত। কিন্তু আমার এও বিশ্বাস যে, মান রক্ষার এ ব্যাপারটি লড়াই করার মতো। সে কারণেই আমি ইস্তফা দিচ্ছি।'
অন্যদিকে, পাকিস্তানি বংশোদ্ভূত সাজিদের দাবি, বিবেকের বিচারে (বরিসের সরকারে) কাজ চালিয়ে যেতে পারবেন না তিনি।
পার্টিগেট কেলেঙ্কারির ধাক্কা সামলে ওঠা ব্রিটেনের প্রধানমন্ত্রী বরিসের নিজের দল কনজারভেটিভ পার্টির অন্তত ৫৪ জন এমপি গত মাসে তার বিরুদ্ধে অনাস্থাভোটের ডাক দেন। যদিও সেই ভোটে জিতে যান বরিস। তবে তার দলের ভেতরেই একাংশ মনে করছিলেন, দেশের মানুষের কাছে আস্থা হারিয়েছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী। জোড়া মন্ত্রীর পদত্যাগেও উঠে এসেছে সেই সুর।
- সূত্র- হিন্দুস্তান টাইমস