মার্কিন অভিজাত সমাজের আড়ালে লুকিয়ে থাকা রোয়াল্ড ডালের গুপ্তচর জীবন

সেই অভিজাত সমাজের হোমরাচোমরা ব্যক্তিরা তখনো টেরই পাননি–যার সরল ব্যক্তিত্বে এত মুগ্ধ তারা, তিনি মোটেও কোনো সাধারণ ব্রিটিশ কর্মকর্তা নন। তার আসল পরিচয় রোয়াল্ড ডাল; আড়ালে কাজ করছিলেন একজন গুপ্তচর হিসেবে!