শাহরুখ-অমিতাভের চেয়েও বেশি হিট, বলিউডের সবচেয়ে সফল অভিনেতা, তবু কেন ‘সুপারস্টার’ হলেন না ধর্মেন্দ্র
অ্যাকশন হিরো থেকে রোমান্টিক নায়ক, এমনকি প্রবীণ ব্যক্তিত্ব—সব চরিত্রেই তিনি ছিলেন অনবদ্য। বলিউডের অন্য যেকোনো নায়কের চেয়ে তিনি বেশি সফল ছিলেন। কিন্তু অদ্ভুতভাবে, ‘সুপারস্টার’ তকমাটা তার কপালে জুটল না।
