হলিউডে সবচেয়ে বেশি আয় করা অ্যানিমেটেড সিনেমা ‘জুট্রোপলিস ২’
সবচেয়ে বেশি আয় করা অ্যানিমেটেড সিনেমার রেকর্ড করলো 'জুট্রোপলিস ২'। বিশ্বজুড়ে বক্স অফিসে সিনেমাটি আয় করেছে ১৭০ কোটি ডলার (১৩০ কোটি পাউন্ড)।
অনেক দেশে সিনেমাটি 'জুটোপিয়া ২' নামে পরিচিত। এটি ২০২৪ সালে মুক্তি পাওয়া 'ইনসাইড আউট ২'-এর রেকর্ড ভেঙে দিয়েছে। আগের রেকর্ডধারী ওই সিনেমাটি আয় করেছিল ১৬৯ কোটি ডলার।
বিশ্ব বক্স অফিসের ইতিহাসে সব ধরনের সিনেমার তালিকায় 'জুট্রোপলিস ২' এখন নবম সফল সিনেমা। এর আগে রয়েছে 'অ্যাভাটার', 'টাইটানিক', 'অ্যাভেঞ্জার্স: এন্ডগেম' এবং 'স্টার ওয়ার্স: দ্য ফোর্স অ্যাওয়েকেনস'-এর মতো ব্লকবাস্টার সব ছবি।
তবে 'জুট্রোপলিস ২' হলিউডে রেকর্ড গড়লেও বিশ্বের সর্বোচ্চ আয় করা অ্যানিমেটেড সিনেমা কিন্তু এটি নয়। সেই মুকুট এখনো চীনের 'নে ঝা ২'-এর দখলে। গত বছর মুক্তি পাওয়া ওই সিনেমাটি আয় করেছিল ২২০ কোটি ডলার (১৬৫ কোটি পাউন্ড)।
২০১৬ সালের হিট সিনেমা 'জুট্রোপলিস'-এর সিক্যুয়েল হলো এই 'জুট্রোপলিস ২'। গত নভেম্বরে মুক্তি পাওয়া এই সিনেমার বাজেট ছিল আনুমানিক ১৫ কোটি ডলার (১১ কোটি ২০ লাখ পাউন্ড)।
সিনেমার গল্পে দেখা যায়, খরগোশ পুলিশ অফিসার জুডি হপস (কণ্ঠ দিয়েছেন জিনিফার গুডউইন) এবং তার সঙ্গী ধূর্ত শিয়াল নিক ওয়াইল্ড (জেসন বেটম্যান) আবার এক হয়েছে। এবার তাদের মিশন হলো গ্যারি ডি'স্নেক (কি হুই কুয়ান) নামের এক রহস্যময় সরীসৃপকে খুঁজে বের করা।
ডিজনি এন্টারটেইনমেন্টের কো-চেয়ারম্যান অ্যালান বার্গম্যান এক বিবৃতিতে বলেছেন, 'এই মাইলফলকটি সবার আগে বিশ্বজুড়ে ছড়িয়ে থাকা সেই ভক্তদের, যাদের উৎসাহ এটি সম্ভব করেছে।'
তিনি আরও বলেন, 'আমরা আমাদের নির্মাতাদের নিয়ে ভীষণ গর্বিত। জুটোপিয়া ২ একটি অসাধারণ অর্জন। যারা সিনেমাটিকে জীবন্ত করে তুলেছেন, তাদের সবার প্রতি আমরা কৃতজ্ঞ।'
যুক্তরাষ্ট্রে 'থ্যাঙ্কসগিভিং' উপলক্ষে মুক্তির সময়ই সিনেমাটি অ্যানিমেটেড ছবির ইতিহাসে সবচেয়ে বড় ওপেনিং উইকেন্ডের রেকর্ড গড়েছিল। এ ছাড়া হলিউডের অ্যানিমেটেড সিনেমা হিসেবে এটিই সবচেয়ে দ্রুত বিশ্বজুড়ে ১০০ কোটি ডলার (৭৫ কোটি পাউন্ড) আয়ের মাইলফলক স্পর্শ করেছে।
ফ্যান্টাসি অ্যাডভেঞ্চার সিনেমা 'নে ঝা ২' অবশ্য এখনো বেশ ভালো ব্যবধানে এগিয়ে আছে। এর ২২০ কোটি ডলার আয়ের বড় অংশই এসেছে চীন থেকে।
সর্বকালের সর্বোচ্চ আয় করা সিনেমার তালিকা:
১. অ্যাভাটার (২০০৯) - ২৯২ কোটি ডলার
২. অ্যাভেঞ্জার্স: এন্ডগেম (২০১৯) - ২৭৯ কোটি ডলার
৩. টাইটানিক (১৯৯৭) - ২২৬ কোটি ডলার
৪. অ্যাভাটার: দ্য ওয়ে অফ ওয়াটার (২০২২) - ২২৫ কোটি ডলার
৫. নে ঝা ২ (২০২৫) - ২২১ কোটি ডলার
৬. স্টার ওয়ার্স: দ্য ফোর্স অ্যাওয়েকেনস (২০১৫) - ২০৭ কোটি ডলার
৭. অ্যাভেঞ্জার্স: ইনফিনিটি ওয়ার (২০১৮) - ২০৫ কোটি ডলার
৮. স্পাইডার-ম্যান: নো ওয়ে হোম (২০২১) - ১৯২ কোটি ডলার
৯. জুটোপিয়া ২ (২০২৫) - ১৭০ কোটি ডলার
১০. ইনসাইড আউট ২ (২০২৪) - ১৬৯ কোটি ডলার
