চার বছর পর বিশ্বমঞ্চে ফিরছে বিটিএস, আয় এক বিলিয়ন ডলার ছাড়ানোর সম্ভাবনা
চার বছর বিরতির পর আবার বিশ্ব সফরে ফিরছে কে-পপ সুপারস্টার বিটিএস। ৭৯টি কনসার্ট নিয়ে তাদের ঘোষিত এই বিশ্বভ্রমণমূলক ট্যুর চলতি বছরের অন্যতম বড় সংগীত আয়োজন হতে যাচ্ছে।
লন্ডন, টোকিও, মিউনিখ, সিডনি ও লস অ্যাঞ্জেলেসসহ বিশ্বের বিভিন্ন শহরে কনসার্ট করবে ব্যান্ডটি। ২০১৯ সালের পর যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়ার বাইরে তারা আর কোনো শো করেনি। এর আগের বিশ্ব সফরে কে-পপ শিল্পীদের মধ্যে রেকর্ড গড়ে বৈশ্বিক বক্স অফিসে প্রায় ২৪ কোটি ৬০ লাখ ডলার (১৮ কোটি ২০ লাখ পাউন্ড) আয় করেছিল বিটিএস। সেই সফরেই প্রথম কোরিয়ান শিল্পী হিসেবে লন্ডনের ওয়েম্বলি স্টেডিয়ামে সংগীত পরিবেশন করে তারা।
নতুন এই সফর শুরু হবে ২০২৬ সালের ৯ এপ্রিল দক্ষিণ কোরিয়ার গয়াং স্টেডিয়ামে টানা তিনটি কনসার্টের মাধ্যমে। এরপর এশিয়া, ইউরোপ ও আমেরিকার বিভিন্ন দেশে শো করবে ব্যান্ডটি।
এই ট্যুরে ৩৬০ ডিগ্রি ইন-দ্য-রাউন্ড স্টেজ ব্যবহার করা হবে, ফলে প্রতিটি ভেন্যুতে দর্শকসংখ্যা বাড়ানো সম্ভব হবে। লন্ডনে টটেনহ্যাম হটস্পার স্টেডিয়ামে ৬ ও ৭ জুলাই দুই রাতের কনসার্ট করবে বিটিএস। ইউরোপ পর্বে প্যারিস, মাদ্রিদ, ব্রাসেলস ও মিউনিখেও শো রয়েছে তাদের।
ব্যান্ডের ওয়েবসাইটে দেওয়া এক বার্তায় জানানো হয়েছে, ২০২৭ সালে জাপান, মধ্যপ্রাচ্যসহ আরও কয়েকটি অঞ্চলে শোয়ের তারিখ ঘোষণা করা হবে। ভক্তদের জন্য ২২ জানুয়ারি থেকে এবং সাধারণ দর্শকদের জন্য দুই দিন পর কনসার্টের টিকিট বিক্রি শুরু হবে।
বিলবোর্ডের হিসাব অনুযায়ী, এই পুনর্মিলনী সফর থেকে কনসার্ট, পণ্য বিক্রি, লাইসেন্সিং, অ্যালবাম বিক্রি ও স্ট্রিমিং আয় মিলিয়ে বিটিএস এবং তাদের রেকর্ড লেবেল বিগহিট/হাইব প্রায় এক বিলিয়ন ডলার (৭৪ কোটি পাউন্ড) আয়ের আশা করছে।
২০২৪ সালে ব্যান্ডের বিরতির সময় হাইবের পরিচালন মুনাফা প্রায় ৩৭.৫ শতাংশ কমে যায়, যার একটি কারণ হিসেবে প্রতিষ্ঠানটি 'বিটিএস-এর সাময়িক বিরতি'র কথা উল্লেখ করেছিল।
২০১০-এর দশকের শুরুতে গঠিত বিটিএস পশ্চিমা মূলধারার শ্রোতাদের মধ্যে কে-পপ জনপ্রিয় করতে অগ্রণী ভূমিকা রাখে।
র্যাপার ও গীতিকার সুগা গত বছরের জুনে ১৮ মাসের বাধ্যতামূলক সামরিক সেবা শেষ করার পর থেকেই তাদের প্রত্যাবর্তন নিয়ে উত্তেজনা বাড়তে থাকে। সাত সদস্যের মধ্যে সর্বশেষ তিনি সদস্য বেসামরিক জীবনে ফেরেন। এর আগে ফিরেছেন জিন, জে-হোপ, ভি, আরএম, জাং কুক ও জিমিন।
গত বছরের জুলাইয়ে ভক্তদের প্ল্যাটফর্ম উইভার্সে সরাসরি সম্প্রচারে কামব্যাকের পরিকল্পনা ঘোষণা করলে সাত মিলিয়নের বেশি মানুষ তা দেখেন। এমন পরিসংখ্যান ইঙ্গিত দিচ্ছে, কনসার্টের টিকিট নিয়ে টেইলর সুইফটের 'এরাস ট্যুর' (২০২২) এবং ওয়েসিসের পুনর্মিলনী সফর (২০২৪)-এর মতোই তীব্র প্রতিযোগিতা হবে।
অনেক ভক্তের জন্যই এটি সাত বছরে প্রথমবার বিটিএস-কে সরাসরি মঞ্চে দেখার সুযোগ। সেসময় ব্যান্ডটি 'ডাইনামাইট' গান দিয়ে যুক্তরাষ্ট্রে তাদের প্রথম নম্বর ওয়ান সিঙ্গেল অর্জন করে, যা যুক্তরাজ্যেও তাদের প্রথম টপ টেন হিটে পরিণত হয়।
মাইকেল জ্যাকসনের অনুপ্রেরণায় তৈরি ডিস্কো-ফাঙ্ক ধাঁচের 'বাটার' গানটি দিয়ে তারা সেই সাফল্যের ধারাবাহিকতা বজায় রাখে। এরপর কোল্ডপ্লের সঙ্গে যৌথভাবে প্রকাশিত 'মাই ইউনিভার্স' গানটি ব্যাপক জনপ্রিয়তা পায়।
তবে ২০২০ সালে পরিকল্পিত বিশ্ব সফর কোভিড-১৯ মহামারির কারণে বাতিল করতে হয়। লাইভ সংগীতের ওপর বিধিনিষেধ তুলে নেওয়ার পর তারা অল্প কয়েকটি কনসার্ট করতে পেরেছিল, এরপরই শুরু হয় সামরিক দায়িত্ব পালন।
বিরতির সময়ে বিটিএস-এর স্ট্রিমিং সংখ্যা কমে আসে। তবে সদস্যদের একক নানা প্রকল্প ভক্তদের আগ্রহ ধরে রাখতে ভূমিকা রাখে।
নতুন বছরের প্রথম দিনে ব্যান্ডটি সামাজিক যোগাযোগমাধ্যমে তাদের প্রোফাইলে নতুন অ্যালবামের মুক্তির তারিখ প্রকাশ করলে তথ্য জানতে বিপুলসংখ্যক ভক্ত একসঙ্গে লগইন করায় উইভার্স প্ল্যাটফর্ম সাময়িকভাবে অচল হয়ে পড়ে।
এখনও নাম ঠিক না হওয়া অ্যালবামটি গত বছর লস অ্যাঞ্জেলেসে রেকর্ড করা হয়েছে এবং আগামী ২০ মার্চ স্ট্রিমিং প্ল্যাটফর্মগুলোতে প্রকাশ পাবে।
গত আগস্টে ব্যান্ডের নেতা আরএম ভক্তদের অগ্রগতি সম্পর্কে জানিয়ে বলেন, তারা 'মনোযোগ দিয়ে কাজ করছেন'।
তবে সামরিক জীবনের বাইরে নতুন বাস্তবতায় মানিয়ে নেওয়াকে 'অদ্ভুত' বলেও স্বীকার করেন তিনি।
তিনি বলেন, 'আমি সদস্যদের সঙ্গে থাকি, কাজ করি, খেলাধুলা করি। অভিজ্ঞতাটা সত্যিই খুব অদ্ভুত।'
এর আগে জে-হোপ বলেছিলেন, ব্যান্ডের সদস্যদের একক প্রকল্পগুলো নতুন সংগীতে প্রভাব ফেলবে।
ডিসেম্বরে ভক্তদের আপডেট দিতে গিয়ে আরএম বলেন, 'অ্যালবাম প্রায় চলে এসেছে।'
তিনি আরও বলেন, 'গতকালও আমরা একসঙ্গে প্র্যাকটিস করেছি। আমরা প্রতিদিনই শুটিং ও প্র্যাকটিস করছি।'
নতুন অ্যালবাম ঘোষণার আগে বিটিএস তাদের ভক্তগোষ্ঠী, যারা 'আর্মি' নামে পরিচিত, এর কাছে হাতে লেখা চিঠি পাঠায়। সরাসরি ভক্তদের বাড়িতে পৌঁছে দেওয়া সেই চিঠিগুলোতে পুনর্মিলন নিয়ে কৃতজ্ঞতা ও উচ্ছ্বাস প্রকাশ করা হয়।
জিমিন লেখেন, 'যে বছরের জন্য আমরা অপেক্ষা করেছি, তা শেষ পর্যন্ত এসে গেছে।'
আরএম লেখেন, 'আমরা কারো চেয়ে কম আকলিতা নিয়ে অপেক্ষা করিনি।'
সবচেয়ে কনিষ্ঠ সদস্য জাং কুক, যিনি বিরতির সময়ে সবচেয়ে সফল একক ক্যারিয়ার গড়েছেন বলে অনেকের ধারণা, বিনয়ভরে লেখেন, 'আমার হৃদয় সবসময় একই রকম ছিল। আমি আগের মতোই আমার সেরাটা দিয়ে যাব।'
ভক্তদের উদ্দেশে ভি লেখেন, '২০২৬ সালে আমরা আরও অনেক সুন্দর স্মৃতি তৈরি করব। তাই অপেক্ষায় থাকুন।'
বিটিএস ওয়ার্ল্ড ট্যুর ২০২৬–২০২৭: এখন পর্যন্ত ঘোষিত তারিখ
২০২৬
৯ এপ্রিল, ১১–১২ এপ্রিল — গয়াং, দক্ষিণ কোরিয়া
১৭–১৮ এপ্রিল — টোকিও, জাপান
২৫–২৬ এপ্রিল — ট্যাম্পা, যুক্তরাষ্ট্র
২–৩ মে — এল পাসো, যুক্তরাষ্ট্র
৭ মে, ৯–১০ মে — মেক্সিকো সিটি, মেক্সিকো
১৬–১৭ মে — স্ট্যানফোর্ড, যুক্তরাষ্ট্র
২৩–২৪ মে, ২৭ মে — লাস ভেগাস, যুক্তরাষ্ট্র
১২–১৩ জুন — বুসান, দক্ষিণ কোরিয়া
২৬–২৭ জুন — মাদ্রিদ, স্পেন
১–২ জুলাই — ব্রাসেলস, বেলজিয়াম
৬–৭ জুলাই — লন্ডন, যুক্তরাজ্য
১১–১২ জুলাই — মিউনিখ, জার্মানি
১৭–১৮ জুলাই — প্যারিস, ফ্রান্স
১–২ আগস্ট — ইস্ট রাদারফোর্ড, যুক্তরাষ্ট্র
৫–৬ আগস্ট — ফক্সবরো, যুক্তরাষ্ট্র
১০–১১ আগস্ট — বাল্টিমোর, যুক্তরাষ্ট্র
১৫–১৬ আগস্ট — আর্লিংটন, যুক্তরাষ্ট্র
২২–২৩ আগস্ট — টরন্টো, কানাডা
২৭–২৮ আগস্ট — শিকাগো, যুক্তরাষ্ট্র
১–২ সেপ্টেম্বর, ৫–৬ সেপ্টেম্বর — লস অ্যাঞ্জেলেস, যুক্তরাষ্ট্র
২–৩ অক্টোবর — বোগোতা, কলম্বিয়া
৯–১০ অক্টোবর — লিমা, পেরু
১৬–১৭ অক্টোবর — সান্তিয়াগো, চিলি
২৩–২৪ অক্টোবর — বুয়েনোস আইরেস, আর্জেন্টিনা
২৮ অক্টোবর, ৩০–৩১ অক্টোবর — সাও পাওলো, ব্রাজিল
১৯ নভেম্বর, ২১–২২ নভেম্বর — কাওশিয়ং, তাইওয়ান
৩ ডিসেম্বর, ৫–৬ ডিসেম্বর — ব্যাংকক, থাইল্যান্ড
১২–১৩ ডিসেম্বর — কুয়ালালামপুর, মালয়েশিয়া
১৭ ডিসেম্বর, ১৯–২০ ডিসেম্বর, ২২ ডিসেম্বর — সিঙ্গাপুর
২৬–২৭ ডিসেম্বর — জাকার্তা, ইন্দোনেশিয়া
২০২৭
১২–১৩ ফেব্রুয়ারি — মেলবোর্ন, অস্ট্রেলিয়া
২০–২১ ফেব্রুয়ারি — সিডনি, অস্ট্রেলিয়া
৪ মার্চ, ৬–৭ মার্চ — হংকং
১৩–১৪ মার্চ — ম্যানিলা, ফিলিপাইন
