ত্রয়োদশ সংসদ নির্বাচন: ৭৩ পর্যবেক্ষক সংস্থাকে নিবন্ধন দিতে বিজ্ঞপ্তি প্রকাশ ইসির

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ৭৩টি পর্যবেক্ষক সংস্থাকে নিবন্ধন দিতে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে নির্বাচন কমিশন (ইসি)।
শনিবার (২৭ সেপ্টেম্বর) নির্বাচন কমিশনের জনসংযোগ শাখার সহকারী পরিচালক মো. আশাদুল হক এ তথ্য জানান।
তিনি জানান, ভোটের সময় পর্যবেক্ষক হিসেবে কাজ করার জন্য নিবন্ধন পেতে মোট ৩১৮টি প্রতিষ্ঠান নির্বাচন কমিশনে আবেদন করে। এর মধ্যে ৭৩টি প্রতিষ্ঠানকে নিবন্ধনযোগ্য বিবেচনায় নিয়ে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।
তিনি আরও জানান, আগামী ২০ অক্টোবরের মধ্যে এ বিষয়ে কারও কোনো আপত্তি থাকলে নির্বাচন কমিশনের সচিব বরাবর আবেদন করা যাবে। এরপর দাবি-আপত্তি নিষ্পত্তি করে নিবন্ধন চূড়ান্ত করবে কমিশন।
উল্লেখ্য, নবম জাতীয় সংসদ নির্বাচনের আগে প্রথমবারের মতো পর্যবেক্ষক প্রতিষ্ঠানের নিবন্ধন চালু হয়। তখন এক বছর মেয়াদ নির্ধারণ করা হলেও পরবর্তীতে নীতিমালা সংশোধন করে তা পাঁচ বছর করা হয়।
বিজ্ঞপ্তিটি নির্বাচন কমিশন সচিবালয়ের ওয়েবসাইট (www.ecs.gov.bd)- এ পাওয়া যাবে।