বিবিএসের তথ্য প্রশ্নবিদ্ধ, দেশের জনসংখ্যা ১৯ কোটি: ইসি তাহমিদা

দেশের মোট জনসংখ্যা কত, সে বিষয়ে বাংলাদেশে পরিসংখ্যান ব্যুরো (বিবিএস) যে তথ্য প্রকাশ করেছে, সেটি প্রশ্নবিদ্ধ বলে মন্তব্য করেছেন নির্বাচন কমিশনার (ইসি) তাহমিদা আহমদ। তিনি বলেছেন, 'জনসংখ্যা নিয়ে বিবিএসের ডেটা প্রশ্নবিদ্ধ। একবার তারা যেটা প্রকাশ করল, পরে আবার সেটা কমিয়ে দেখানোর জন্য বলা হয়েছে।'
আজ রোববার রাজধানীর আগারগাঁওয়ে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে সুশীল সমাজের প্রতিনিধিদের সঙ্গে সংলাপে তিনি এ কথা বলেন।
ইসি তাহমিদা আরও বলেন, 'নির্বাচন কমিশনের ভোটার তালিকা অনুযায়ী, বর্তমানে দেশের জনসংখ্যা ১৯ কোটি। আমরা যে ভোটার তালিকা করলাম বাড়ি বাড়ি গিয়ে, সেখান থেকে এ তথ্য পেয়েছি। এটা একদম সঠিক তথ্য। আমাদের জনসংখ্যা হলো ১৯ কোটি। এর মধ্যে ১ কোটি ৫১ লাখ বাইরে, প্রবাসী যেটাকে বলা হয়। আর কেবল ঢাকাতেই রয়েছে ১ কোটি ৫১ লাখ মানুষ।'
অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের লক্ষ্যে খোলা মাঠে ভোটগ্রহণের পক্ষে আবারও মত দেন ইসি তাহমিদা। তিনি বলেন, 'আমি বলে আসছি ট্রান্সপারেন্ট (স্বচ্ছ) নির্বাচন যদি চান, তাহলে ওপেন স্পেসে (উন্মুক্ত জায়গা) নির্বাচন করার মানসিকতা তৈরি করেন, সেটাই হবে স্বচ্ছ নির্বাচন।'
উল্লেখ্য, ২০২৩ সালের নভেম্বরে বিবিএস জানিয়েছিল, দেশের মোট জনসংখ্যা ১৬ কোটি ৯৮ লাখ ২৮ হাজার ৯১১ জন। এর মধ্যে পুরুষ ৮ কোটি ৪১ লাখ ৩৪ হাজার ৩ জন এবং নারী ৮ কোটি ৫৬ লাখ ৮৬ হাজার ৭৮৪ জন।