বিকাল ৪টায় আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে ইসির বৈঠক
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের সার্বিক নিরাপত্তা নিয়ে আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে আজ (১৪ ডিসেম্বর) বিকাল ৪টায় বৈঠকে বসবে নির্বাচন কমিশন (ইসি)।
নির্বাচন কমিশনার (ইসি) আব্দুর রহমানেল মাছউদ গণমাধ্যমকে জানান, সার্বিক নিরাপত্তার জন্য পুলিশ কমিশনার, আইপিজি, বিজিবির প্রধান, স্বরাষ্ট্র সচিব আইন সচিব ও এমটিএমসির সঙ্গে আজ বিকাল ৪টায় বৈঠকে বসব আমরা।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের সার্বিক নিরাপত্তা নিয়ে এ বৈঠক হবে বলে ইসি সূত্রে জানা গেছে।
ইসি সচিবালয়ের পরিচালক (জনসংযোগ) ও তথ্য প্রদানকারী কর্মকর্তা মো. রুহুল আমিন মল্লিক জানান, বৈঠক শেষে নির্বাচন কমিশনের (ইসি) জ্যেষ্ঠ সচিব আখতার আহমেদ সাংবাদিকদের ব্রিফ করবেন।
