ঢাকা বিশ্ববিদ্যালয়ে গোলাম আযম-নিজামীদের প্রতিকৃতি মুছে দিল প্রশাসন, 'জানেন না' প্রক্টর
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) জগন্নাথ হলে মানবতাবিরোধী অপরাধের দায়ে দণ্ডিত জামায়াত ইসলামীর তিন নেতা গোলাম আযম, কাদের মোল্লা ও মতিউর রহমান নিজামীর প্রতি ঘৃণা প্রদর্শনসূচক প্রতিকৃতি মুছে দিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে জগন্নাথ হল সংসদের উদ্যোগে আয়োজিত 'চিত্র প্রদর্শনী ও তুলির আঁচড়ে দ্রোহ' শীর্ষক অনুষ্ঠানের অংশ হিসেবে শনিবার দিবাগত রাতে হলের সড়কের মেঝেতে এই ঘৃণাসূচক প্রতিকৃতিগুলো এঁকেছিলেন শিক্ষার্থীরা।
আজ রোববার (১৪ ডিসেম্বর) শহীদ বুদ্ধিজীবী দিবসে সকাল সাড়ে ১০টার দিকে প্রশাসন এসব প্রতিকৃতি মুছে ফেলে। তবে প্রতিকৃতির ওপরে লেখা 'রাজাকার আলবদর কিছুই রবে না রে, সব দালালরা ভেসে যাবে বঙ্গোপসাগরে'—স্লোগানটি মোছা হয়নি।
দুপুর পৌনে ১টার দিকে বিষয়টি নিয়ে জানতে চাইলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর সহযোগী অধ্যাপক সাইফুদ্দিন আহমেদ টিবিএসকে বলেন, 'আমি মিটিংয়ে আছি। বিষয়টি সম্পর্কে আমি এখনো জানি না। হল প্রভোস্টের সঙ্গে কথা বলে জানাব।'
জগন্নাথ হল সংসদের সহ-সভাপতি (ভিপি) পল্লব বর্মণ টিবিএসকে বলেন, 'শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে আমরা এই অনুষ্ঠানের আয়োজন করেছিলাম। শিক্ষার্থীদের বলেছিলাম, বুদ্ধিজীবী দিবসে সম্মান জানানোর জন্য আপনাদের ভেতরে যে দ্রোহ রয়েছে, তা রং-তুলির মাধ্যমে ফুটিয়ে তুলুন। আজ সকাল ১১টায় অনুষ্ঠানটি শুরু হওয়ার কথা ছিল।'
তিনি অভিযোগ করে বলেন, 'আমাদের কোনো প্রকার না জানিয়েই বিশ্ববিদ্যালয় প্রশাসন এগুলো মুছে ফেলেছে। যারা ঘৃণিত রাজাকার, তাদের ছবি মুছে ফেলায় আমরা ভীষণভাবে ক্ষুব্ধ ও লজ্জিত। আমরা এই ঘটনার ধিক্কার জানাই।'
এ বিষয়ে জগন্নাথ হলের প্রাধ্যক্ষ দেবাশীষ পাল টিবিএসকে বলেন, 'ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে বিভিন্ন অভিযোগ এসেছে। সে কারণে প্রশাসন থেকে এগুলো মুছে ফেলার নির্দেশ দেওয়া হয়েছে।'
তিনি আরও বলেন, 'বিশ্ববিদ্যালয়ের ঊর্ধ্বতন মহলে কে বা কারা অভিযোগ করেছে, তা আমি জানি না। আমাকে আদেশ দেওয়া হয়েছে, তাই আমি মুছে ফেলেছি।'
