‘মামলা’ এড়াতে ট্রাফিক কর্মীকে কয়েকশো মিটার টেনেহিঁচড়ে নিয়ে পালালেন সিএনজি চালক
ট্রাফিক সিগন্যালে থামানোর সংকেত দেওয়ার পর এক ট্রাফিক কর্মীকে সিএনজি অটোরিকশার সঙ্গে ঝুলন্ত অবস্থায় কয়েকশো মিটার টেনে নিয়ে যাওয়ার একটি ভয়াবহ ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।
ঘটনার সময় ওই সিএনজিতে থাকা যাত্রী ফারহান রহমান এক ফেসবুক পোস্টে বলেন, কারওয়ান বাজারে সাধারণ ট্রাফিক সিগন্যালে দায়িত্বরত ট্রাফিক কর্মী সিএনজিটিকে থামার সংকেত দেন। কিন্তু চালক নির্দেশ অমান্য করে অন্য যানবাহনের সঙ্গে এগিয়ে যাওয়ার চেষ্টা করেন। তখন ওই ট্রাফিক কর্মী সিএনজিটির পাশে দৌড়ে একপর্যায়ে গাড়িটি ধরে ফেলেন। গাড়িটি চলতে থাকায় তাকে প্রায় ২০০ মিটার পর্যন্ত টেনেহিঁচড়ে নিয়ে যাওয়া হয়।
ওই যাত্রী ঘটনার ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করেন জানান, পরবর্তীতে তিনি ভিডিওটি ও সিএনজির রেজিস্ট্রেশন নম্বর বাংলামোটরের একজন পুলিশ সার্জেন্টকে সরবরাহ করেছেন।
ফেসবুক পোস্টটিতে আরও বলা হয়, চালক পরে বাংলামোটরের কাছে একটি গলিতে যাত্রীদের নামিয়ে দেন। এ সময় স্থানীয় পথচারীরা তাকে ধরার চেষ্টা করলে তিনি দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যান।
সাধারণত বাংলামোটর ও বসুন্ধরা সিটি এলাকায় দায়িত্ব পালন করেন ট্রাফিক সার্জেন্ট জেসি ফরহাদ। তিনি বলেন, ওই চালককে তাৎক্ষণিকভাবে আটক করা সম্ভব হয়নি, তবে তাকে ধরার চেষ্টা চলছে। ওই ঘটনায় ভুক্তভোগী ট্রাফিক কর্মী আহত হয়েছেন। তাকে হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
ফরহাদ তিনি আরও বলেন, ৫ আগস্টের পর থেকে ট্রাফিক পুলিশ সদস্যদের নিয়মিতই এমন পরিস্থিতির মুখোমুখি হতে হচ্ছে। তিনি বলেন, 'বেশিরভাগ চালকই থামতে বলা হলে স্বেচ্ছায় থামেন না বা কাগজপত্র দেখাতে চান না।'
