ডাকযোগে ভোট: সরকারি কর্মচারীদের নিবন্ধনে উদ্বুদ্ধ করতে সচিবদের চিঠি দিল ইসি
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের ডাকযোগে ভোটদানে উৎসাহিত করতে উদ্যোগ নিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। এ লক্ষ্যে মন্ত্রিপরিষদ সচিব ও প্রধান উপদেষ্টার মুখ্য সচিবসহ বিভিন্ন মন্ত্রণালয়ের সচিবদের কাছে চিঠি পাঠানো হয়েছে।
শনিবার (১৩ ডিসেম্বর) ইসির অতিরিক্ত সচিব ও 'আউট অফ দ্য কান্ট্রি ভোটিং সিস্টেম' প্রকল্পের পরিচালক কে এম আলী নেওয়াজ স্বাক্ষরিত এক চিঠিতে এই আহ্বান জানানো হয়।
চিঠিতে উল্লেখ করা হয়েছে, প্রবাসী ভোটারদের পাশাপাশি দেশের ভেতরে নিজ ভোটার এলাকার বাইরে বসবাসরত সরকারি কর্মচারী, নির্বাচনী দায়িত্বে নিয়োজিত কর্মকর্তা-কর্মচারী এবং আইনি হেফাজতে থাকা (কারাবন্দি) ব্যক্তিরা আসন্ন নির্বাচনে পোস্টাল ব্যালটে ভোট দিতে পারবেন।
বিশেষ করে আইবাস সিস্টেমে বেতন গ্রহণকারী যেসব সরকারি কর্মচারী নিজ ভোটার এলাকার বাইরে কর্মরত আছেন, তাদের 'পোস্টাল ভোট বিডি' অ্যাপের মাধ্যমে নিবন্ধনে উদ্বুদ্ধ করতে সচিবদের অনুরোধ করা হয়েছে।
ডাকযোগে ব্যালট পেতে ভোটারকে 'পোস্টাল ভোট বিডি' অ্যাপের মাধ্যমে সঠিক ঠিকানা উল্লেখ করে নিবন্ধন করতে হবে। নিবন্ধন যথাযথভাবে সম্পন্ন হলে ভোটারের দেওয়া ঠিকানায় নির্বাচন কমিশন থেকে ব্যালট পেপার পাঠানো হবে। নিবন্ধনের শেষ সময় আগামী ২৫ ডিসেম্বর।
ইসি সূত্রে জানা গেছে, এখন পর্যন্ত ৩ লাখ ৪৪ হাজার ২৩৩ জন প্রবাসী বাংলাদেশি 'পোস্টাল ভোট বিডি' অ্যাপের মাধ্যমে তাদের নিবন্ধন সম্পন্ন করেছেন। বিস্তারিত তথ্য বাংলাদেশ নির্বাচন কমিশনের ওয়েবসাইটে পাওয়া যাবে।
