ডাকসু নির্বাচন: জগন্নাথ হলে আবিদ পেয়েছেন ১,২৭৬ ভোট, সাদিক কায়েম ১০

ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনে অন্যান্য হলে এগিয়ে থাকলেও জগন্নাথ হলে ভোটের অংকে সুবিধা করে উঠতে পারেননি ছাত্রশিবির সমর্থিত প্যানেলের ভিপি প্রার্থী সাদিক কায়েম।
তিনি এই কেন্দ্রে মাত্র ১০টি ভোট পেয়েছেন। অন্যদিকে ১,২৭৬ জন ছাত্রদল মনোনীত ভিপি প্রার্থী আবিদুল ইসলামকে ভোট দিয়েছেন।
এই পদে অন্যান্যদের মধ্যে স্বতন্ত্র শিক্ষার্থী ঐক্য প্যানেলের উমামা ফাতেমা ২৭৮ এবং বৈষম্যবিরোধী শিক্ষার্থী সংসদ প্যানেলের আব্দুল কাদের ২১টি ভোট পেয়েছেন জগন্নাথে।
একই হলে বামপন্থী ছাত্রসংগঠনের প্রতিরোধ পর্ষদের জিএস প্রার্থী মেঘমল্লার বসু ১,১৭০ ভোট পেয়েছেন। ছাত্রদলের তানভীর বারী হামিম পেয়েছেন ৩৯৮ ভোট। আর শিবির সমর্থিত প্যানেলের একই পদপ্রার্থী এস এম ফরহাদ মাত্র ৫টি ভোট পেয়েছেন।
এজিএস পদে ছাত্রদলের তানভীর আল হাদী মায়েদ ১,১০৭টি ভোট পেয়েছেন। এছাড়া ছাত্রশিবিরের মহিউদ্দিন খান ৭টি ভোট পেয়েছেন।