বিজয় দিবসে ডাকসুর সামনে গোলাম আযমের ছবিতে জুতা নিক্ষেপ কর্মসূচি
মহান বিজয় দিবসে যুদ্ধাপরাধের দায়ে দণ্ডপ্রাপ্ত জামায়াতে ইসলামীর নেতা গোলাম আযমের ছবিতে জুতা নিক্ষেপ কর্মসূচি পালন করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) একদল শিক্ষার্থী।
আজ মঙ্গলবার (১৬ ডিসেম্বর) দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ভবনের সামনে এই প্রতীকী প্রতিবাদ কর্মসূচি পালন করেন তারা।
এসময় শিক্ষার্থীরা 'পাকিস্তানের দালালেরা, হুঁশিয়ার সাবধান', 'মুক্তিযুদ্ধের বিরোধীদের এই বাংলায় ঠাঁই নাই'-সহ বিভিন্ন স্লোগান দেন।
আরিফ ফয়সাল নামে এক শিক্ষার্থী বলেন, '১৯৭১ সালের ১৬ ডিসেম্বর আমরা বাঙালি জাতি একটি রাষ্ট্র গঠন করতে পেরেছিলাম। কিন্তু এদেশে জন্ম নিয়ে কিছু মানুষ এদেশের মুক্তিযুদ্ধের বিরোধিতা করেছে। তারা মুক্তিযুদ্ধকে সবসময় ভারতের ষড়যন্ত্র হিসেবে উল্লেখ করেছে। কিন্তু এই ইতিহাস বিকৃতিকে আমরা তরুণ প্রজন্ম ঘৃণাভরে প্রত্যাখ্যান করেছি।'
তিনি আরও বলেন, 'আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রথম বর্ষের শিক্ষার্থীরা নিজ উদ্যোগে এই জুতা নিক্ষেপ কর্মসূচি পালন করছি।'
এদিকে, আজ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়েও (জাবি) রাজাকার ও স্বাধীনতাবিরোধীদের ছবি প্রদর্শনী করে ময়লা নিক্ষেপ করেছেন বিশ্ববিদ্যালয়ের একদল শিক্ষার্থী।
বিশ্ববিদ্যালয়ের পুরনো কলাভবনের সামনে এ কর্মসূচির আয়োজন করেন বিশ্ববিদ্যালয়ের নাটক ও নাট্যতত্ত্ব বিভাগের একদল শিক্ষার্থী। এ প্রদর্শনীর নাম দেওয়া হয়েছিল 'ঘৃণাস্তম্ভ'।
