দুই হলের নাম পরিবর্তনের দাবিতে উপাচার্যের কার্যালয় ঘেরাও কর্মসূচি ঘোষণা ডাকসুর
ঢাকা বিশ্ববিদ্যালয়ের দুটি আবাসিক হলের নাম পরিবর্তনসহ দুই দাবিতে আগামীকাল সোমবার (২১ ডিসেম্বর) দুপুর আড়াইটার দিকে উপাচার্যের কার্যালয় ঘেরাও কর্মসূচির ঘোষণা দিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু)।
আজ রোববার (২০ ডিসেম্বর) ডাকসুর ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এ কর্মসূচির কথা জানানো হয়।
ডাকসু যে দুটি হলের নাম পরিবর্তনের দাবি জানিয়েছে, তা হলো- শেখ মুজিবুর রহমান হলের নাম পরিবর্তন করে 'শহীদ ওসমান হাদী হল' এবং বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব হলের নাম পরিবর্তন করে 'ফেলানী হল' করা। একইসাথে জুলাই গণহত্যার সমর্থন দিয়েছেন—এমন শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা নেওয়ার দাবিও জানানো হয়েছে।
