হাদিকে হত্যাচেষ্টাকারীদের গ্রেপ্তারে ২৪ ঘণ্টার আল্টিমেটাম, নাহলে ৩ উপদেষ্টার পদত্যাগ চায় ডাকসু
ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদির ওপর হামলাকারীদের গ্রেপ্তারসহ তিন দফা দাবিতে ৪৮ ঘণ্টার আল্টিমেটাম দিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) নেতারা।
তাদের অন্য দুটি দাবি হলো- দেশব্যাপী অভিযান চালিয়ে সব অবৈধ অস্ত্র উদ্ধার এবং নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের সন্ত্রাসীদের গ্রেপ্তার করা।
ডাকসু নেতারা এও বলেছেন, নির্ধারিত সময়ের মধ্যে তাদের দাবি পূরণ না হলে স্বরাষ্ট্র উপদেষ্টা, আইন উপদেষ্টা ও পররাষ্ট্র উপদেষ্টাকে অবশ্যই পদত্যাগ করতে হবে।
এ সময় ডাকসুর নেতা-কর্মীরা কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের বিরুদ্ধে এলাকাভিত্তিক চিরুনি অভিযান পরিচালনা এবং ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে তার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধে প্রদত্ত রায় কার্যকর করার আহ্বান জানান।
তাদের দাবির প্রেক্ষিতে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, সরকার শিক্ষার্থীদের প্রতিটি যৌক্তিক দাবি পূরণ করবে।
আজ সোমবার বিকেলে সচিবালয়ে ডাকসুর সহ-সভাপতি সাদিক কায়েমের নেতৃত্বে ১৪ সদস্যের একটি প্রতিনিধিদল স্বরাষ্ট্র উপদেষ্টার সঙ্গে সাক্ষাতের পর এই আলটিমেটাম দেয়।
ডাকসু নেতারা ওসমান হাদিকে গুলির ঘটনায় জড়িত পরিকল্পনাকারী ও সহযোগীদের গ্রেপ্তারের কথাও বলেছেন। একইসঙ্গে তারা গোয়েন্দা সংস্থাসহ সংশ্লিষ্ট সংস্থাগুলোকে দ্রুত জবাবদিহির আওতায় আনার দাবিও জানিয়েছেন।
এর আগে আজ দুপুর ১টায় তিন দফা দাবিতে স্বরাষ্ট্র উপদেষ্টার কার্যালয় অভিমুখে পদযাত্রা শুরু করেন ডাকসুর নেতা-কর্মীরা।
মিছিলটি দোয়েল চত্বর এলাকায় পৌঁছালে পুলিশ প্রথমবারের মতো ব্যারিকেড দিয়ে বাধা দেয়। তবে শিক্ষার্থীরা সেই বাধা অতিক্রম করে সামনে এগিয়ে যান। এরপর হাইকোর্ট মোড়ে পুলিশ পুনরায় ব্যারিকেড দিয়ে মিছিলটি আটকানোর চেষ্টা করে। কিন্তু মিছিলকারীরা দ্বিতীয় দফার এই বাধাও উপেক্ষা করে গন্তব্যের দিকে এগিয়ে যান।
প্রতিনিধিদলে ছিলেন—ডাকসুর ভিপি সাদিক কায়েম, এজিএস মহিউদ্দিন খান, সমাজসেবা সম্পাদক এ বি জুবায়ের, আন্তর্জাতিক সম্পাদক জসিম উদ্দিন খান, ক্যারিয়ার উন্নয়নবিষয়ক সম্পাদক মাজহারুল ইসলাম, সাহিত্য ও সংস্কৃতিবিষয়ক সম্পাদক মেসাদ্দেক আলী ইবনে মোহাম্মদ, স্বাস্থ্যবিষয়ক সম্পাদক আব্দুল্লাহ আল মিনহাজ, সদস্য তাজিনুর রহমান ও মিফতাহুল হোসাইন আল-মারুফ।
মন্ত্রণালয়ে যাওয়ার আগে সাদিক কায়েম বলেন, '৭২ ঘণ্টা পার হওয়ার পরও সরকার হামলাকারীকে গ্রেপ্তার করতে পারেনি। আর কত সময়ের মধ্যে তারা গ্রেপ্তার করবে?'
দাবি ও আল্টিমেটাম প্রসঙ্গে তিনি বলেন, 'ওসমান হাদিকে গুলি করে হত্যাচেষ্টায় জড়িত সন্ত্রাসীদের গ্রেপ্তার, দেশব্যাপী অভিযান চালিয়ে সকল অবৈধ অস্ত্র উদ্ধার এবং নিষিদ্ধলীগের সন্ত্রাসীদের গ্রেপ্তারের দাবিতে আমরা আজ সময় বেঁধে দেব।'
