স্কুলে শেখ মুজিবের ছবি টানানো সেই প্রধান শিক্ষিকা সাময়িক বরখাস্ত

পিরোজপুরের নেছারাবাদ উপজেলার সোনারঘোপ রমেশ চন্দ্র সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অফিস কক্ষে শেখ মুজিবুর রহমানের ছবি ঝুলিয়ে রাখাকে কেন্দ্র করে রাজনৈতিক উত্তেজনার সৃষ্টি হয়। এ ঘটনায় ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষক শামিমা ইয়াছমিনকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
সোমবার (৪ আগস্ট) বিকেলে জেলা শিক্ষা কর্মকর্তার পাঠানো এক চিঠির মাধ্যমে তাকে বরখাস্ত করা হয়।
সোমবার রাতে নেছারাবাদ উপজেলা শিক্ষা কর্মকর্তা খন্দকার জসিম আহমেদ বিষয়টি নিশ্চিত করেছেন।
এ বিষয়ে জানতে ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষিকার মুঠোফোনে কল করা হলে তার স্বামী মো. হাফিজুর রহমান বলেন, 'সহকারী শিক্ষা কর্মকর্তা আমার স্ত্রীকে ফোন দিয়ে বলেছেন, আপনার একটা চিঠি আছে। অফিসে এসে নিয়ে যাবেন। তবে চাকরি থেকে বরখাস্তের বিষয়ে আমাদের কিছু বলা হয়নি।'
নেছারাবাদ উপজেলা শিক্ষা কর্মকর্তা খন্দকার জসিম আহমেদ বলেন, 'জেলা শিক্ষা কর্মকর্তা এক চিঠির মাধ্যমে তাকে সাময়িক বরখাস্ত করেছেন। পিরোজপুর জেলা শিক্ষা অফিস থেকে বিকেলে এ বরখাস্তের আদেশ পাঠানো হয়। অফিসের মেইলে বরখাস্তের আদেশ এসেছে। জেলা শিক্ষা অফিস থেকে ফোনে আমাকে জানানো হয়েছে। অফিস টাইমে চিঠি পড়ে বিস্তারিত জানাতে পারব।'
এ বিষয়ে জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা (চলতি দায়িত্ব) মোহাম্মদ মোস্তফা কামাল বলেন, 'তাকে সাময়িক ভাবে বরখাস্ত করা হয়েছে। তদন্ত শেষে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।'
উল্লেখ্য, গতকাল রবিবার (৩ আগস্ট) পিরোজপুরের নেছারাবাদ উপজেলার সোনারঘোপ রমেশ চন্দ্র সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অফিস কক্ষে শেখ মুজিবুর রহমানের ছবি ঝুলিয়ে রাখার বিষয়টি প্রকাশ্যে আসে। এরপর থেকে এলাকায় রাজনৈতিক উত্তেজনার সৃষ্টি হয়।
স্থানীয় বিএনপি নেতারা এটিকে দলীয় প্রভাব বিস্তারের উদাহরণ হিসেবে আখ্যা দেন এবং শিক্ষা প্রতিষ্ঠানে নিরপেক্ষতা ভঙ্গ হয়েছে বলে দাবি করেন।