রাষ্ট্রের গোপন নথি ফাঁস হওয়ার অভিযোগে বরখাস্ত এনবিআর কর্মকর্তা

রাষ্ট্রের একটি গোপন নথি ফাঁস করার অভিযোগে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) দ্বিতীয় সচিব (কাস্টমস ক্লাসিফিকেশন অ্যান্ড অ্যাডভান্স রুলিং) মুকিতুল হাসানকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
বুধবার (১৬ জুলাই) এনবিআর চেয়ারম্যান এবং ইন্টারনাল রিসোর্স ডিভিশনের (আইআরডি) সচিব আব্দুর রহমান খানের সই করা এক আদেশে 'রাষ্ট্রের অত্যন্ত গোপন দলিল'প্রকাশ করে শৃঙ্খলা পরিপন্থী কাজ করার অপরাধে তাকে বরখাস্ত করার কথা জানানো হয়।
উল্লেখ্য, যুক্তরাষ্ট্র সরকারের সঙ্গে বাংলাদেশ সরকারের শুল্ক নিয়ে আলোচনা চলছে এবং নন-ডিসক্লোজড এগ্রিমেন্টের (এনডিএ) আওতায় হওয়ায় কোনো পক্ষই আলোচনার বিষয়বস্তু প্রকাশ করতে পারবে না। এনবিআরের ওই কর্মকর্তা এই আলোচনা কার্যক্রমের সঙ্গে যুক্ত রয়েছেন।
সম্প্রতি বাংলা ভাষার একটি গণমাধ্যমে গোপন নথির ওপর ভিত্তি করে একটি প্রতিবেদন প্রকাশ ও পরবর্তীকালে তা সরিয়ে নেওয়ার খবরও পাওয়া গেছে।
যোগাযোগ করা হলে এনবিআর চেয়ারম্যান আব্দুর রহমান খান দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে ওই কর্মকর্তাকে বরখাস্ত করার বিষয়টি নিশ্চিত করেন এবং এ ঘটনায় মামলা করা হয়েছে বলেও জানান তিনি।
এদিকে বদলির আদেশ প্রকাশ্যে অবজ্ঞাপূর্বক ছিঁড়ে ফেলায় এনবিআরের সেন্ট্রাল ইন্টেলিজেন্স সেলের (সিআইসি) উপ-পরিচালক এম জিল্লুর রহমানকেও বরখাস্ত করেছে।
অভ্যন্তরীণ সম্পদ বিভাগ (আইআরডি) বরখাস্ত করে আদেশ জারি। এতে বলা হয়, প্রকাশ্যে বদলির আদেশ ছিঁড়ে ফেলায় এম জিল্লুরকে বরখাস্ত করা হলো।
বদলির আদেশ প্রকাশ্যে ছিঁড়ে ফেলায় গতকাল সোমবার এনবিআরের ১৪ জন কর্মকর্তাকে বরখাস্ত করা হয়।