ঋণের ফাঁদে বাংলাদেশ পড়েছে, এমন কথা বলিনি: এনবিআর চেয়ারম্যান
ন্যাশনাল বোর্ড অব রেভিনিউ (এনবিআর) চেয়ারম্যান আব্দুর রহমান খান বলেছেন, সম্প্রতি তাকে উদ্ধৃত করে গণমাধ্যমে যে বক্তব্য প্রকাশিত হয়েছে—'বাংলাদেশ ইতোমধ্যে ঋণের ফাঁদে পড়ে গেছে'—তা তিনি বলেননি।
আজ বুধবার (১০ ডিসেম্বর) জাতীয় ভ্যাট দিবস উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি বলেন, 'আমি এমন কথা বলিনি।'
আব্দুর রহমান খান বলেন, 'আমি বলেছি, দেশের জন্য যদি প্রপার রাজস্ব আদায় না করা যায়, তাহলে ঋণ করে বাজেট করতে হবে। সেক্ষেত্রে ডেফিনেটলি ঋণ পরিশোধের জন্য ম্যাক্রো ইকোনমি চাপের মধ্যে পড়বে।'
গতকাল রাজধানীর আগারগাঁওয়ে রাজস্ব ভবনে অনুষ্ঠিত ওই অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অর্থ উপদেষ্টা ড. সালেহ উদ্দিন আহমেদ। তবে এনবিআর চেয়ারম্যানের ওই বক্তব্যের সময় তিনি উপস্থিত ছিলেন না।
অনুষ্ঠানে ভ্যাট ব্যবস্থাকে আধুনিকায়ন, সহজীকরণ এবং অটোমেশনের আওতায় আনার ওপর গুরুত্বারোপ করেন এনবিআর চেয়ারম্যান। তিনি এনবিআরের প্রতি আহ্বান জানিয়ে বলেন, 'এমন ব্যবস্থা চালু করতে হবে যাতে কর দিতে মানুষকে ভোগান্তিতে পড়তে না হয়।'
এনবিআর চেয়ারম্যান বলেন, 'বাংলাদেশের জিডিপিতে ভ্যাটের অবদান প্রতিবেশী দেশগুলোর তুলনায় অনেক কম।' একই সঙ্গে ভ্যাটে কারচুপি রোধে কার্যকর ব্যবস্থা নিতে এনবিআরের কর্মকর্তাদের তাগিদ দেন তিনি।
একই অনুষ্ঠানে তিনি আরও বলেন, 'ছোটোখাটো ভুলের কারণে আমরা যদি ব্যবসায়ীদেরকে ব্যবসা থেকে আউট করে দেই, তাহলে সোনার ডিম পাড়া হাঁসকে জবাই করে দেওয়ার মতো হবে।'
অনুষ্ঠানে ব্যবসায়ী নেতাদের পাশাপাশি সরকারের বিভিন্ন মন্ত্রণালয়ের সিনিয়র কর্মকর্তা এবং এনবিআরের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
