জ্যাকব অ্যান্ড কোংয়ের ১৫ লাখ ডলারের ঘড়িতে অনন্ত আম্বানির প্রতিকৃতি
এশিয়ার শীর্ষ ধনী মুকেশ আম্বানির পরিবারের পরিচালিত একটি ব্যক্তিগত চিড়িয়াখানাকে থিম করে ১৫ লাখ ডলারের একটি বিলাসবহুল ঘড়ি উন্মোচন করা হয়েছে।
ভারতের বিলাসবহুল ঘড়ি নির্মাতা জ্যাকব অ্যান্ড কোং এই ঘড়িটি ডিজাইন করেছে। ঘড়িটির ডায়ালের কেন্দ্রে হাতে আঁকা মুকেশ আম্বানির কনিষ্ঠ ছেলে অনন্ত আম্বানির একটি প্রতিকৃতি রয়েছে।
রত্নখচিত এই ঘড়িটিতে অনন্ত আম্বানির বসা মূর্তির চারপাশে সিংহ ও রয়েল বেঙ্গল টাইগারের ভাস্কর্য বসানো হয়েছে। ঘড়িটির দাম আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয়নি।
তবে, ঘড়িশিল্প–সংক্রান্ত সংস্থা ওয়াচোপিয়া এর মূল্য প্রায় ১৫ লাখ মার্কিন ডলার (১১ লাখ পাউন্ড বা প্রায় ১৩৭ কোটি রুপি) বলে ধারণা করছে।
ঘড়িটির থিম হিসেবে ব্যবহৃত কেন্দ্রটি একটি ব্যক্তিগত বন্যপ্রাণী উদ্ধার ও পুনর্বাসন কেন্দ্র, যেখানে সিংহ, হাতি ও বাঘসহ দুই হাজারের বেশি প্রজাতির প্রাণী রয়েছে। প্রায় ৩,৫০০ একর এলাকাজুড়ে বিস্তৃত এই কেন্দ্রটি অনন্ত আম্বানির মালিকানাধীন এবং জনসাধারণের জন্য উন্মুক্ত নয়।
গত বছর অবৈধভাবে প্রাণী সংগ্রহ ও নির্যাতনের অভিযোগ ওঠার পর কেন্দ্রটি আলোচনায় আসে। তবে পরে সুপ্রিম কোর্ট নিযুক্ত একটি দল তদন্ত করে কোনো অনিয়মের প্রমাণ পায়নি।
এই কেন্দ্রটি মুকেশ আম্বানির মালিকানাধীন বিশ্বের সবচেয়ে বড় তেল শোধনাগারের নিকটবর্তী গুজরাটের পশ্চিমাঞ্চলীয় শহর জামনগরে অবস্থিত। 'ভান্তারা' নামের এই কেন্দ্রটি গত বছরের মার্চে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি উদ্বোধন করেন।
২০২৪ সালে অনন্ত আম্বানির জাঁকজমকপূর্ণ প্রাক্-বিবাহ আয়োজনের অন্যতম ভেন্যু ছিল ভান্তারা, যা বিশ্বজুড়ে আলোচনার জন্ম দেয়। ওইসব আয়োজনে বলিউডের শীর্ষ তারকাদের পাশাপাশি কিম কার্দাশিয়ান ও রিহানার মতো আন্তর্জাতিক তারকারা উপস্থিত ছিলেন।
এ ছাড়া বিল গেটস ও মার্ক জাকারবার্গের মতো ব্যবসায়ী নেতা, সাবেক ব্রিটিশ প্রধানমন্ত্রী টনি ব্লেয়ার ও বরিস জনসন এবং যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের কন্যা ইভাঙ্কা ট্রাম্প ও তার স্বামী জ্যারেড কুশনারও অনুষ্ঠানে অংশ নেন।
ঘড়িটি উন্মোচনের সময় সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে জ্যাকব অ্যান্ড কোং জানায়, এই নতুন বিলাসবহুল ঘড়িটি 'ভান্তারার প্রতি শ্রদ্ধাঞ্জলি'। ডায়ালের কেন্দ্রে থাকা অনন্ত আম্বানির মূর্তিটি 'দায়িত্বশীল তত্ত্বাবধান ও দায়িত্ববোধের প্রতীক' হিসেবে তুলে ধরা হয়েছে।
প্রতিষ্ঠানটি আরও জানায়, ঘড়িটিতে মোট ৩৯৭টি মূল্যবান রত্ন ব্যবহার করা হয়েছে, যার মধ্যে হীরা, সবুজ নীলকান্তমণি, গারনেটসহ বিভিন্ন রত্ন রয়েছে।
জ্যাকব অ্যান্ড কোংয়ের ভারতের খুচরা বিক্রয় অংশীদার প্রতিষ্ঠান ইথোস ওয়াচেসের সঙ্গে সংশ্লিষ্ট এক নির্বাহী বিবিসিকে বলেন, ঘড়িটির দাম প্রকাশ করা হয়নি।
তিনি আরও জানান, এটি এখনও বিক্রির জন্য বাজারে আসেনি।
