নির্দিষ্ট কিছু সেবা নেওয়ার ক্ষেত্রে ভ্যাট নিবন্ধন বাধ্যতামূলক করতে যাচ্ছে সরকার
ট্যাক্সের মতোই নির্দিষ্ট কিছু সেবা গ্রহণের ক্ষেত্রে ব্যবসায়ীদের ভ্যাট নিবন্ধন বা বিজনেস আইডেন্টিফিকেশন নম্বর (বিআইএন) বাধ্যতামূলক করতে যাচ্ছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)।
মঙ্গলবার (৯ ডিসেম্বর) আগারগাঁওয়ে জাতীয় ভ্যাট দিবস উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এনবিআর চেয়ারম্যান আব্দুর রহমান খান বলেন, "টিআইএন না থাকলে বা ট্যাক্স রিটার্ন জমা না দিলে যেমন অনেক সেবা পাওয়া যায় না, তেমনি ভ্যাটের ক্ষেত্রেও কয়েকটি সেবায় আমরা ধীরে ধীরে বাধ্যতামূলক নিবন্ধন চালু করবো।"
তিনি জানান, বিষয়টি আগামী বছর আইনে অন্তর্ভুক্ত করার পরিকল্পনা রয়েছে। "গত বাজেটেই শুরু করার ইচ্ছা ছিল, কিন্তু সম্ভব হয়নি," বলেন এনবিআর চেয়ারম্যান।
বর্তমানে ৪৩ ধরনের সেবা গ্রহণে ট্যাক্স রিটার্ন জমার প্রমাণ বা পিএসআর (প্রুফ অব সাবমিশন অব রিটার্ন) দেখানো বাধ্যতামূলক। ফলে টিআইএনধারীর সংখ্যা ও রিটার্ন জমা—দুটোই সাম্প্রতিক বছরগুলোতে বেড়েছে।
এনবিআরের হিসাব অনুযায়ী, দেশে টিআইএনধারী এখন ১ কোটি ২০ লাখের বেশি, আর রিটার্ন জমা হয়েছে প্রায় ৪৫ লাখ।
এনবিআর চেয়ারম্যান আরও বলেন, আগামী দুই বছরে ৩০ লাখের বেশি প্রতিষ্ঠানকে ভ্যাট নিবন্ধনের আওতায় আনার লক্ষ্য নেওয়া হয়েছে। বর্তমানে নিবন্ধিত ভ্যাটদাতা মাত্র ৬ লাখ ৪৪ হাজার, যা ব্যবসার প্রকৃত পরিসরের তুলনায় অনেক কম।
তিনি আরও জানান, চলতি মাসের মধ্যেই আরও এক লাখ ব্যবসা প্রতিষ্ঠানকে ভ্যাট নিবন্ধনের আওতায় আনতে কাজ চলছে।
"সবচেয়ে বড় সমস্যা হলো ভ্যাট নেট খুব ছোট। জাতীয় বিভিন্ন জরিপ ও ব্যবসায়িক বাস্তবতার সঙ্গে এই সংখ্যার কোনও সামঞ্জস্য নেই," বলেন তিনি।
সাম্প্রতিক আলোচিত প্রসঙ্গ—আমদানি করা মোবাইল ফোনে কর কমানো হবে কি না—এ প্রশ্নে তিনি বলেন, "রাষ্ট্রের স্বার্থই সবার আগে। প্রয়োজন হলে সরকার সাময়িকভাবে (সংক্ষিপ্ত মেয়াদে) কর কমানোর সুযোগ দিতে পারে। পরবর্তী সংসদ বসে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে।"
তিনি বলেন, "যদি মনে হয় দেশের বৃহত্তর স্বার্থে এটি প্রয়োজন এবং নীতিনির্ধারকরা নির্দেশ দেন, আমরা ইতিবাচক সিদ্ধান্ত নেব।"
আজ (১০ ডিসেম্বর) দেশজুড়ে জাতীয় ভ্যাট দিবস উদযাপিত হচ্ছে। আগের মতো এবারও ১০ থেকে ১৫ ডিসেম্বর ভ্যাট সপ্তাহ পালন করবে এনবিআর। এ বছরের প্রতিপাদ্য—'সময়মতো নিবন্ধন করুন, সঠিকভাবে ভ্যাট দিন।' আগামীকাল থেকে ভ্যাট নিবন্ধন বাড়াতে মাসব্যাপী প্রচারাভিযান শুরু করবে রাজস্ব বোর্ড।
