সেবাগ্রহীতার কাছ থেকে ঘুষ নেওয়ার অভিযোগে চট্টগ্রামে রাজস্ব কর্মকর্তাসহ দুজন বরখাস্ত

সেবাগ্রহীতাদের কাছ থেকে ঘুষ নেওয়ার অভিযোগে চট্টগ্রাম কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট বিভাগের এক কর্মকর্তাসহ দুজনকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। তারা হলেন- চট্টগ্রাম কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট বিভাগের হালিশহর সার্কেলের সহকারী রাজস্ব কর্মকর্তা আব্দুল আলীম ও সিপাই মো. শাহরিয়ার রহমান।
আজ রোববার (২৭ জুলাই) চট্টগ্রাম কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেটের কমিশনার শওকত আলী সাদীর সই করা একটি আদেশে আব্দুল আলীমকে বরখাস্তের কথা জানানো হয়।
এতে বলা হয়, আব্দুল আলীম সেবাগ্রহীতা ও করদাতাদের কাছ থেকে ঘুষ নিয়েছেন এমন বিশ্বাসযোগ্য তথ্য ও ভিডিও-প্রমাণ পাওয়া গেছে। প্রাথমিক তদন্তেও এসব অভিযোগের সত্যতা মিলেছে।
অন্যদিকে চট্টগ্রাম কাস্টম হাউসের উপকমিশনার কাজী রাইহানুজ্জামানের সই করা এক আদেশে বলা হয়েছে, গত বৃহস্পতিবার (২৪ জুলাই) সিপাই মো. শাহরিয়ার রহমানকে সাময়িক বরখাস্ত করা হয়। তাকে একটি ভিডিওতে কর্মরত অবস্থায় আমদানি-রপ্তানিকারকদের প্রতিনিধিদের কাছ থেকে ঘুষ নিতে দেখা যায়।