চট্টগ্রামের ফটিকছড়িতে জামায়াত কর্মী গুলিবিদ্ধ হয়ে নিহত, আহত ১
চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলায় গত রাতে (১০ জানুয়ারি) বাংলাদেশ জামায়াতে ইসলামীর সঙ্গে যুক্ত এক ব্যক্তি গুলিবিদ্ধ হয়ে নিহত হন এবং অপরজন আহত হয়েছেন। পুলিশ ও স্থানীয় সূত্রে এ খবর জানা গেছে।
ঘটনাটি ঘটেছে লেলাং ইউনিয়নের শাহনগর গ্রামের দিঘিরপার এলাকায়।
নিহত ব্যক্তির নাম মুহাম্মদ জামাল উদ্দিন (৩৮)। তিনি শাহনগর গ্রামের মুহাম্মদ ইউসুফের ছেলে। আহত নাসির উদ্দিন (৩৫) একই গ্রামের বাসিন্দা। তিনি চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছেন।
ঘটনাটি নিশ্চিত করে, অতিরিক্ত পুলিশ সুপার (হাটহাজারী সার্কেল) কাজী মো. তারেক আজিজ বলেন, প্রাথমিক তথ্য অনুযায়ী, নিহত ও আহতরা বাইরে থেকে মোটরসাইকেলে করে তাদের গ্রামে ফিরছিলেন। তখন ঘাতকরা তাদের বাড়ির কাছেই অবস্থান করছিল।
তিনি বলেন, "ঘাতকরা মোটরসাইকেলে এসে গুলি চালিয়ে ঘটনাস্থল ত্যাগ করে।" তিনি আরও বলেন, "পুলিশ এই ঘটনার তদন্ত করছে এবং যারা এ ঘটনায় জড়িত তাদের শনাক্ত করার চেষ্টা করছে।"
স্থানীয়রা জানিয়েছেন, জামাল ও নাসির একই মোটরসাইকেলে গহিরা–ফটিকছড়ি সড়ক দিয়ে যাচ্ছিলেন। তারা শাহনগর গ্রামের দিঘিরপার এলাকায় পৌঁছালে, আরেকটি মোটরসাইকেলে আসা ঘাতকরা তাদের ওপর হঠাৎ করে গুলি চালায়।
জামাল ঘটনাস্থলেই নিহত হন, আর নাসির গুলিবিদ্ধ হন। স্থানীয়রা আহত নাসিরকে উদ্ধার করে প্রথমে ফটিকছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। প্রাথমিক চিকিৎসার পরে তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।
