শুক্র-শনিবার থেকে কমবে বৃষ্টি: আবহাওয়া অধিদপ্তর

গত কয়েকদিনের ভারি থেকে অতি ভারি বৃষ্টির প্রবণতা শুক্রবার (১১ জুলাই) থেকে দেশের কিছু এলাকায় কমে আসবে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। পরদিন শনিবার থেকে সারাদেশেই বৃষ্টিপাত কমে আসতে পারে।
বৃহস্পতিবার (১০ জুলাই) বিকেলে দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে দেওয়া এক মন্তব্যে আবহাওয়াবিদ মো. তারিফুল নেওয়াজ কবির বলেন, 'আজকেই দেশের বিভিন্ন স্থানে বৃষ্টিপাতের পরিমাণ কিছুটা কমেছে, যা আগামীকাল আরও হ্রাস পেতে পারে। আজ সকাল ৬টা থেকে দুপুর ১২টা পর্যন্ত শীতাকুন্ডে ৫০ মিলিমিটার ও ফেনীতে ৩৭ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। ইতোমধ্যে সমুদ্রবন্দরসমূহকে সতর্ক সংকেত নামিয়ে ফেলতে বলা হয়েছে।'
আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস অনুযায়ী, গাঙ্গেয় পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় একটি লঘুচাপ অবস্থান করছে। মৌসুমী বায়ুর অক্ষ রাজস্থান, উত্তর প্রদেশ, বিহার, লঘুচাপের কেন্দ্রস্থল হয়ে বাংলাদেশের মধ্যাঞ্চল পেরিয়ে আসাম পর্যন্ত বিস্তৃত এবং এর একটি বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। বর্তমানে মৌসুমী বায়ু বাংলাদেশের উপর সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে প্রবল অবস্থায় রয়েছে।
সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে, রাজশাহী, ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের অধিকাংশ জায়গায় এবং রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। একই সঙ্গে রাজশাহী, ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কিছু এলাকায় মাঝারি ধরনের ভারি থেকে অতি ভারি বর্ষণও হতে পারে।