বৃষ্টিতে জলাবদ্ধতা ঠেকাতে ঢাকা দক্ষিণ সিটিতে ইমার্জেন্সি রেসপন্স টিম, কেন্দ্রীয় নিয়ন্ত্রণ কক্ষ চালু

গাঙ্গেয় পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত লঘুচাপের প্রভাবে রাজধানী ঢাকাসহ আশেপাশের এলাকায় বৃষ্টি অব্যাহত রয়েছে। টানা বৃষ্টিতে জলাবদ্ধতার আশঙ্কায় আগাম ব্যবস্থা নিয়েছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি)। ওয়ার্ডভিত্তিক ইমার্জেন্সি রেসপন্স টিম গঠন ও কেন্দ্রীয় নিয়ন্ত্রণ কক্ষ চালু করেছে ডিএসসিসি।
আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, দক্ষিণ-পূর্ব বা দক্ষিণ দিক থেকে ঘণ্টায় ১০ থেকে ১৫ কিলোমিটার বেগে বাতাসের সঙ্গে হালকা বৃষ্টি হতে পারে। গত ২৪ ঘণ্টায় রাজধানীতে ৪৫ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে, যা আরও কয়েক দিন চলতে পারে বলে পূর্বাভাসে জানানো হয়েছে।
ডিএসসিসির পক্ষ থেকে নগরবাসীকে জানানো হয়েছে, যদি করপোরেশনের আওতাভুক্ত এলাকায় কোথাও অস্থায়ী জলাবদ্ধতা দেখা যায়, তাহলে তাৎক্ষণিকভাবে কেন্দ্রীয় নিয়ন্ত্রণ কক্ষের ০১৭০৯৯০০৮৮৮ নম্বরে জানাতে।
ডিএসসিসির কর্মকর্তারা জানিয়েছেন, বৃষ্টির কারণে যেকোনো ধরনের ভোগান্তি এড়াতে নগরবাসীর সহায়তায় এ উদ্যোগকে আরও কার্যকর করতে চায় সিটি করপোরেশন।