ঢাকা দক্ষিণের প্রশাসক ও ওয়াসার এমডি পদ থেকে সরিয়ে দেওয়া হলো শাহজাহানকে মিয়াকে
 
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) প্রশাসক ও ঢাকা ওয়াসার ব্যবস্থাপনা পরিচালকের দায়িত্বে থাকা মো. শাহজাহান মিয়াকে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব হিসেবে বদলি করা হয়েছে।
তিনি একই সঙ্গে এই সিটি কর্পোরেশনের প্রশাসক ও ঢাকা ওয়াসার ব্যবস্থাপনা পরিচালকের দায়িত্বে ছিলেন। পাশাপাশি স্থানীয় সরকার বিভাগের অতিরিক্ত সচিবের দায়িত্বও পালন করে আসছিলেন।
২৯ অক্টোবর জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে তাকে বদলি করা হয়েছে।
চলতি বছরের ১৩ ফেব্রুয়ারি শাহজাহান মিয়াকে স্থানীয় সরকার বিভাগের অতিরিক্ত সচিবের দায়িত্বপালনের পাশাপাশি ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসকের দায়িত্ব দেওয়া হয়। এর প্রায় দুই মাস পর ১৮ মে এই কর্মকর্তাকে ঢাকা ওয়াসার ব্যবস্থাপনা পরিচালকেরও দায়িত্ব দিয়েছিল সরকার।
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে মেয়র এর পদ নিয়ে যখন বিএনপি নেতা ইসরাক হোসেন সেখানে আন্দোলন করছিলেন, তখন শাহজাহান মিয়াকে ঢাকা ওয়াসার এমডির দায়িত্ব দেওয়া হয়। ওই সময় তিনি ঢাকা ওয়াসার অফিসে বসে সিটি করপোরেশন ও ওয়াসার কার্যক্রম একসাথে পরিচালনা করছিলেন।

 
             
 
 
 
 
