প্রতীক হিসেবে থাকছে না ‘শাপলা’, ইসির নীতিগত সিদ্ধান্ত

'শাপলা'কে নির্বাচনী প্রতীক হিসেবে বিধিমালার তফসিলভুক্ত না করার বিষয়ে নীতিগত সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ আজ বুধবার রাতে দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, শাপলাকে নির্বাচনী প্রতীক হিসেবে তফসিলভুক্ত করা হবে না। এ বিষয় নীতিগত সিদ্ধান্ত হয়েছে। এর ফলে কোনো রাজনৈতিক দল তাদের দলীয় প্রতীক হিসেবে 'শাপলা' পাবে না।
জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) সম্প্রতি দল হিসেবে নিবন্ধনের জন্য ইসিতে আবেদন করে প্রতীক হিসেবে 'শাপলা'; 'কলম' ও 'মোবাইল ফোন' চেয়েছে। তবে শাপলাকে তারা প্রথম পছন্দ রেখেছে বলে জানানো হয়েছে দলটির পক্ষ থেকে।
এদিকে মাহমুদুর রহমানের নেতৃত্বাধীন নাগরিক ঐক্য গত ১৭ জুন দলীয় প্রতীক 'কেটলি' পরিবর্তন করে 'শাপলা' বা 'দোয়েল' চেয়ে আবেদন করেছে।
দুটি দল 'শাপলা' প্রতীক চেয়ে আবেদন করেছে- এমন প্রশ্নের জবাবে আব্দুর রহমানেল মাছউদ বলেন, সেটা পরের বিষয়। এখন তো শিডিউলভুক্তই থাকছে না ।
সবশেষ সংসদ নির্বাচনে দলীয় ও সংরক্ষিত প্রতীক হিসেবে ৬৯টি প্রতীক সংরক্ষণ করা হয়। এর মধ্যে বর্তমানে নিবন্ধিত দলের জন্য ৫০টি রয়েছে; পাশাপাশি নিবন্ধন স্থগিত ও বাতিল রয়েছে এমন পাঁচটি দলেরও প্রতীক সংরক্ষিত ছিল। বাকি ১৯টি প্রতীক স্বতন্ত্র প্রার্থীর।