আগামী নির্বাচনে প্রবাসীরা পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট দিতে পারবে: ইসি

আগামী জাতীয় সংসদ নির্বাচনে প্রবাসী বাংলাদেশিরা পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট দিতে পারবেন বলে জানিয়েছেন ইসি কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ।
তিনি বলেন, 'এবার প্রবাসী বাংলাদেশিরা অবশ্যই ভোট দিতে পারবেন। তবে পোস্টাল ব্যালটের ভোট দিতে পারবেন। এজন্য একটা প্রকল্প নেওয়া হয়েছে। উন্নয়ন প্রকল্প প্রস্তাবনা (ডিপিপি) তৈরি করা হয়েছে। প্রস্তাবিত প্রকল্পের ব্যয় ৪৮ কোটি টাকা। ভোটার প্রতি ৭০০ টাকা ব্যয় হবে।'
বৃহস্পতিবার (১০ জুলাই) কমিশন বৈঠক শেষে প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিত করার বিষয়ে ইসির সর্বশেষ অবস্থান তুলে ধরে এ তথ্য জানান তিনি।
এসময় ইসি সানাউল্লাহ বলেন, 'প্রবাসীদের ভোট দেওয়ার ব্যবস্থা করতে আমরা একটা প্রকল্প হাতে নেব। এই প্রকল্পের মাধ্যমে পোস্টাল ব্যালটে ভোট দেওয়ার পদ্ধতি বাস্তবায়ন করা হবে। প্রবাসী বাংলাদেশিদের ভোট দেওয়ার ব্যবস্থা করতে প্রাথমিকভাবে ৪৮ কোটি টাকার প্রকল্প নেওয়া হবে।'
তিনি বলেন, জাতীয় সংসদ নির্বাচনসহ স্থানীয় সরকার নির্বাচনেও ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) ব্যবহার করা হবে না; এ বিষয় সিদ্ধান্ত হয়েছে।
এক প্রশ্নের জবাবে মো. সানাউল্লাহ বলেন, কোনো নির্দিষ্ট আসনে যদি ব্যাপক অনিয়ম হয় সেই আসনের নির্বাচন বাতিলের ক্ষমতা ফিরে পাওয়ার জন্য আমরা আবেদন করেছি।
তিনি আরও বলেন, পুরো আসনের নির্বাচন বন্ধের ক্ষমতা আমাদের আগে ছিল, সেটা বাদ দেওয়া হয়েছিল। এখন আমাদের কেন্দ্রের ভোট বাতিলের ক্ষমতা আছে।
সভায় সভাপতিত্ব করেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন। এতে অন্য চার নির্বাচন কমিশনার, ইসির সিনিয়র সচিব ও ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।