চিকন চাকার ব্যাটারিচালিত রিকশা চলাচলের দাবিতে বাড্ডায় চালকদের সড়ক অবরোধ
আকিজ কোম্পানির তিন ধরনের ব্যাটারিচালিত রিকশা বিক্রি বন্ধের প্রতিবাদে এবং চিকন চাকার ব্যাটারিচালিত রিকশা চলাচলের দাবিতে রাজধানীর বাড্ডায় ব্যাটারিচালিত রিকশা চালকেরা সড়ক অবরোধ করেন। এতে প্রগতি সরণিজুড়ে তীব্র যানজট সৃষ্টি হয়, ভোগান্তিতে পড়েন কর্মজীবীরা।
আজ সোমবার (১৯ জানুয়ারি) সকাল ১০টার দিকে বাড্ডার ফুজি টাওয়ারের সামনে ঢাকা মহানগর দক্ষিণ সিটি করপোরেশনের ব্যাটারিচালিত রিকশা মালিক-শ্রমিক ঐক্য পরিষদের ব্যানারে অবরোধ শুরু করেন চালকরা। প্রায় দুই ঘণ্টা অবরোধের পর বেলা ১২টার দিকে তারা সড়ক ছেড়ে দেন।
আন্দোলনকারীরা জানান, আকিজ কোম্পানির তিন ধরনের ব্যাটারিচালিত রিকশা বিক্রি বন্ধের প্রতিবাদ এবং ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন এলাকায় অন্তর্ভুক্ত ২ লাখ ৪১ হাজার চিকন চাকার ব্যাটারিচালিত রিকশা চলাচলের দাবিতে তারা সড়কে নামেন।
বিষয়টি নিশ্চিত করে ডিএমপির ট্রাফিক গুলশান বিভাগের বাড্ডা জোনের সহকারী পুলিশ কমিশনার (এসি) সাগর সরকার দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে বলেন, 'ব্যাটারি চালিত রিকশা চালকরা মানববন্ধন করার কথা ছিল। কিন্তু তারা হঠাৎ ১০টার দিকে সড়ক অবরোধ করেন। প্রায় দুই ঘণ্টা প্রগতি সরণি অবরোধ করে রেখে বেলা ১২টার দিকে তারা সড়ক ছেড়ে দেন।'
অবরোধের কারণে রামপুরা থেকে নতুন বাজার পর্যন্ত এলাকায় ব্যাপক যানজট সৃষ্টি হয়। অবরোধ উঠে যাওয়ার পরও যান চলাচল স্বাভাবিক করতে ট্রাফিক পুলিশকে বেগ পেতে হচ্ছে বলে জানান ওই কর্মকর্তা।
