জাতীয় নির্বাচন: ফরিদপুরে দুই আসনে ৪ প্রার্থীর মনোনয়ন প্রত্যাহার
আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়ন প্রত্যাহারের শেষ দিনে ফরিদপুর ১ ও ২ আসনের চারজন প্রার্থী তাদের মনোনয়ন প্রত্যাহার করেছেন।
মঙ্গলবার (২০ জানুয়ারি) বিকেল পর্যন্ত রিটার্নিং অফিসারের কার্যালয়ে এসে রিটার্নিং কর্মকর্তার কাছে মনোনয়ন প্রত্যাহারের আবেদন জমা দেন এসব প্রার্থী।
ফরিদপুর-১ আসন থেকে প্রার্থিতা প্রত্যাহার করা তিন প্রার্থী হলেন- বাংলাদেশ কংগ্রেসের মুহাম্মদ খালিদ বিন নাছের, জাতীয় পার্টি জেপির শাহ মোহাম্মদ আবু জাফর এবং বাংলাদেশ খেলাফত মজলিসের মোহাম্মদ শরাফত। এছাড়া ফরিদপুর-২ আসন থেকে প্রার্থিতা প্রত্যাহার করেছেন বাংলাদেশ খেলাফত আন্দোলনের মো. জয়নুল আবেদীন বকুল মিয়া।
এর আগে, জাতীয় সংসদ নির্বাচনে লড়ার জন্য সর্বমোট ৩৮ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দেন। এদের মধ্যে ১৪ জনের মনোনয়নপত্র বাতিল করেন রিটার্নিং কর্মকর্তা। পরে বাতিল হওয়া প্রার্থীরা নির্বাচন কমিশনে আপিল করেন। সেখানে আপিল শুনানি শেষে মঙ্গলবার জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী ২৮ জন প্রার্থীর মনোনয়নপত্র বহাল রয়েছে।
এদের মধ্যে ফরিদপুর ১ আসনে ৮জন, ফরিদপুর ২ আসনে ৬ জন, ফরিদপুর ৩ আসনে ৬ জন, ফরিদপুর ৪ আসনে ৮ জন প্রার্থী নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন।
এদিকে সরাসরি ফরিদপুর জেলার রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে হাজির হয়ে চার প্রার্থী তাদের প্রার্থীতা প্রত্যাহার করে নেন।
ফরিদপুরের ৪টি সংসদীয় আসনে মোট ভোটার প্রায় ১৮ লাখ। আগামী ১২ ফেব্রুয়ারি জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠানের কথা রয়েছে।
