প্রবাসী ভোটার অন্তর্ভুক্তিতে ইসিকে সহযোগিতার প্রস্তাব আন্তর্জাতিক পর্যবেক্ষকদের

প্রবাসী বাংলাদেশিদের আসন্ন জাতীয় নির্বাচনে অংশগ্রহণ নিশ্চিত করতে নির্বাচন কমিশনের (ইসি) উদ্যোগে সহযোগিতা করতে আগ্রহ প্রকাশ করেছে আন্তর্জাতিক পর্যবেক্ষক ও বিশেষজ্ঞদের একটি প্রতিনিধিদল।
গতকাল (৮ জুলাই) বিকেলে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিনের সঙ্গে এক বৈঠকে এই সহযোগিতার প্রস্তাব দেন প্রতিনিধিরা।
বৈঠকে উপস্থিত ছিলেন আন্তর্জাতিক পর্যবেক্ষক সংগঠন 'দ্য অপজিশন ইন্টারন্যাশনাল'-এর প্রতিনিধি ওয়েন লিপার্ট, মার্কিন রাজনৈতিক অর্থনীতিবিদ ফরেস্ট কুকসন, আন্তর্জাতিক মানবাধিকার কর্মী ও আলোকচিত্রী শহিদুল আলমসহ অন্যান্যরা।
আলোচনায় প্রবাসী ভোটার নিবন্ধন, তাদের ভোটাধিকার নিশ্চিতকরণ, ভোটদান প্রক্রিয়া এবং তথ্যপ্রযুক্তির মাধ্যমে প্রবাসীদের সঙ্গে কার্যকর যোগাযোগ স্থাপন—এসব বিষয়ে গুরুত্বারোপ করা হয়।
"প্রবাসীরা নতুন বাংলাদেশের স্বপ্নে অবদান রাখতে চায়"
বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে শহিদুল আলম বলেন, নতুন বাংলাদেশ গঠনে বড় ভূমিকা রাখতে চান প্রবাসীরা। গত জুলাইয়ের গণঅভ্যুত্থানের সময় যারা রেমিট্যান্স বন্ধ করে প্রতিরোধ গড়ে তুলেছিলেন, তারাই পরে আবারো রেমিট্যান্স পাঠিয়ে ইতিবাচক বার্তা দিয়েছেন।
তিনি আরও বলেন, "আমরা এসেছি প্রবাসীদের সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করতে। আমাদের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস সবসময় প্রবাসীদের নির্বাচন প্রক্রিয়ায় যুক্ত করার ওপর গুরুত্ব দিয়েছেন।"
শহিদুল বলেন, "আমরা নির্বাচন কমিশনের বার্তাবাহক বা মেগাফোন হতে চাই। প্রবাসীরা অনেক সময় তথ্যের অভাবে প্রক্রিয়ার বাইরে থাকেন। সেই ঘাটতি পূরণ করাই আমাদের লক্ষ্য।"
প্রতিনিধি দলের সদস্যরা বলেন, প্রবাসীদের অন্তর্ভুক্তি ছাড়া কোনও অংশগ্রহণমূলক বা 'ইনক্লুসিভ' নির্বাচন সম্ভব নয়। এজন্য তারা প্রবাসী ভোটার নিবন্ধন কার্যক্রমে সরাসরি অংশ নিতে চায়।
বৈঠকে প্রবাসীদের জন্য বেশ কয়েকটি প্রস্তাব আলোচনা হয়, যার মধ্যে রয়েছে—একটি ডিজিটাল আউটরিচ পোর্টাল তৈরি, সহজ ভাষায় তথ্য সরবরাহ, নিবন্ধনে সহায়তা প্রদান, দূতাবাসে তথ্য কেন্দ্র স্থাপন ইত্যাদি।