গাজীপুর থেকে চুরির ৫ ঘণ্টার মধ্যে সিরাজগঞ্জে মিনি ট্রাক উদ্ধার, গ্রেপ্তার ২

গাজীপুর মহানগরীর কোনাবাড়ী এলাকা থেকে চুরি হওয়া একটি মিনি ট্রাক ৫ ঘণ্টার মধ্যে সিরাজগঞ্জ থেকে উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় জড়িত দুজনকে গ্রেপ্তার করা হয়েছে।
গ্রেপ্তার দুজন হলেন—খুলনা মহানগরীর খালিশপুর থানার নয়াবাটি মোড় এলাকার মৃত আহাম্মেদ আলীর ছেলে জায়েদ (৪০) এবং গাইবান্ধার গোবিন্দগঞ্জ থানার বাগদা এলাকার মৃত রাজুর ছেলে হৃদয় (২২)।
গতকাল সোমবার (৯ জুন) রাতে এসব তথ্য জানান গাজীপুর মহানগর পুলিশের কোনাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. সালাহ উদ্দিন।
তিনি জানান, কোনাবাড়ী এলাকার সুমন মিয়া অভিযোগ করেন, সোমবার বেলা ১২টা ৩০ মিনিট থেকে ১টা ১৫ মিনিটের মধ্যে আমবাগ মিতালী ক্লাবসংলগ্ন মসজিদের সামনে থেকে তার মালিকানাধীন একটি টাটা মিনি ট্রাক (রেজিঃ নম্বর ঢাকা-ন-২৩-০৪১৯) অজ্ঞাত চোরেরা নিয়ে যায়। অভিযোগ পাওয়ার পর কোনাবাড়ী থানায় মামলা রুজু করা হয়। মামলার তদন্ত কর্মকর্তা এসআই (নিঃ) মনির হোসেন তথ্যপ্রযুক্তি এবং গোপন সূত্রের সহায়তায় অভিযান শুরু করেন।
সালাহ উদ্দিন জানান, সোমবার সন্ধ্যায় যমুনা সেতু পশ্চিম থানা এলাকায় অভিযান চালিয়ে ৫ ঘণ্টার মধ্যে আসামিদের গ্রেপ্তার করা হয়। তাদের হেফাজত থেকে চুরি যাওয়া মিনি ট্রাকটিও উদ্ধার করা হয়।
গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে পরবর্তী আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন বলেও জানান তিনি।