চার্লি কার্ক হত্যাকাণ্ড: সন্দেহভাজন গ্রেপ্তার, একাই জড়িত বলে ধারণা কর্তৃপক্ষের

যুক্তরাষ্ট্রের ডানপন্থী কর্মী ও ভাষ্যকার চার্লি কার্ককে হত্যার ঘটনায় গ্রেপ্তার হওয়া সন্দেহভাজন তরুণ আগে থেকেই পরিবারের কাছে কার্কের মতাদর্শের বিরোধিতা প্রকাশ করেছিলেন বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
শুক্রবার (১২ সেপ্টেম্বর) এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানানোর পাশাপাশি তদন্তকারীরা বলেন, এটি একটি পরিকল্পিত হত্যা যা যুক্তরাষ্ট্রে রাজনৈতিক সহিংসতা নিয়ে নতুন উদ্বেগ সৃষ্টি করেছে।
ইউটাহ গভর্নর স্পেনসার কক্স বলেন, 'গ্রেপ্তার হওয়া টাইলার রবিনসন (২২) হত্যাকাণ্ডের আগে 'আরও রাজনৈতিকভাবে সক্রিয়' হয়ে উঠেছিলেন। হামলার পর এক পারিবারিক বন্ধুকেও তিনি নিজের সম্পৃক্ততার ইঙ্গিত দেন। এছাড়া ঘটনাস্থলে উদ্ধার হওয়া রাইফেলের গুলিতে খোদাই করা চিহ্ন এবং এক রুমমেটের সরবরাহ করা চ্যাটিং অ্যাপের বার্তাকেও গুরুত্বপূর্ণ প্রমাণ হিসেবে উল্লেখ করেন কক্স।'
রিপাবলিকান নেতা কক্স আরও জানান, রবিনসন একাই এই হত্যাকাণ্ড ঘটিয়েছেন বলে ধারণা করা হচ্ছে, তবে তদন্ত এখনো চলছে।
শুক্রবার ভোরে রবিনসনের গ্রেপ্তারের খবর প্রথম প্রকাশ করেন সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ফক্স নিউজকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, 'খুবই নিশ্চয়তার সঙ্গে বলা যায়, আমরা তাকে ধরেছি।'
তবে পাবলিক রেকর্ডে রবিনসনের নামে তালিকাভুক্ত ফোন নম্বরগুলোতে কল করা হলেও কোনো উত্তর পাওয়া যায়নি।
তার গ্রেপ্তারের খবর আসার কয়েক ঘণ্টা আগে এফবিআই ও অঙ্গরাজ্য কর্তৃপক্ষ সন্দেহভাজনের অতিরিক্ত ছবি প্রকাশ করে জনগণের সহায়তা কামনা করেছিল, যা থেকে ধারণা করা হচ্ছিল তারা তখনো তার অবস্থান সম্পর্কে নিশ্চিত ছিলেন না।
পুলিশ জানায়, বুধবার ইউটাহ ভ্যালি ইউনিভার্সিটিতে টার্নিং পয়েন্ট ইউএসএর আয়োজিত এক বিতর্কে বক্তব্য দেওয়ার সময় কার্ককে লক্ষ্য করে গুলি করা হয়। তিনি স্থানীয় হাসপাতালে নেওয়ার কয়েক ঘণ্টা পর মারা যান।
কার্কের হত্যাকাণ্ডকে গভর্নর কক্স 'রাজনৈতিক হত্যা' হিসেবে আখ্যায়িত করেন। কার্ক অ্যারিজোনাভিত্তিক অলাভজনক রাজনৈতিক সংগঠন 'টার্নিং পয়েন্ট ইউএসএ'-এর সহপ্রতিষ্ঠাতা ছিলেন।
ঘটনাস্থল থেকে একটি শক্তিশালী বোল্ট-অ্যাকশন রাইফেল উদ্ধার করা হয়। হামলাকারী ছাদ থেকে লাফিয়ে কাছের জঙ্গলে পালিয়ে যান বলে জানায় পুলিশ।
শুক্রবার ট্রাম্প বলেন, 'সে তরুণদের সাহায্য করতে চাইত। এভাবে তার মৃত্যু প্রাপ্য ছিল না। কার্ক সত্যিই একজন ভালো মানুষ ছিলেন।'
বৃহস্পতিবারই ফেডারেল ও অঙ্গরাজ্য কর্তৃপক্ষ সন্দেহভাজনের ছবি ও একটি ভিডিও প্রকাশ করে। কার্ক বিশ্ববিদ্যালয়ের আঙ্গিনায় জনতার উদ্দেশে বক্তব্য দেওয়ার সময় গুলিবিদ্ধ হন।
কর্তৃপক্ষ জানায়, এ ঘটনায় ৭ হাজারেরও বেশি সূত্র ও তথ্য পাওয়া গেছে। তবে হত্যার মোটিভ এখনও প্রকাশ করা হয়নি। এটি যুক্তরাষ্ট্রকে নাড়িয়ে দেওয়া সাম্প্রতিক রাজনৈতিক সহিংসতার আরেকটি ঘটনা।