সাবেক ডিআইজি নাহিদুল ইসলাম গ্রেপ্তার

ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ সাবেক ডিআইজি এ কে এম নাহিদুল ইসলামকে গ্রেপ্তার করেছে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে গ্রেপ্তারি পরোয়ানা জারির পর শুক্রবার রাতের দিকে রাজধানীর ইস্কাটন এলাকা থেকে তাকে আটক করা হয়।
ডিবির অতিরিক্ত কমিশনার শফিকুল ইসলাম জানান, নাহিদুল ইসলাম আইসিটির একটি মামলার আসামি।তাকে গ্রেপ্তার করে তদন্ত সংশ্লিষ্টদের কাছে হস্তান্তর করা হয়েছে।
উল্লেখ্য, নাহিদুল ইসলাম আগে স্পেশাল ব্রাঞ্চে ডিআইজি হিসেবে কর্মরত ছিলেন, যেখানে তিনি রাজনৈতিক শাখার তত্ত্বাবধান করতেন। এছাড়াও তিনি মেহেরপুর জেলার পুলিশ সুপার হিসেবেও দায়িত্ব পালন করেছেন, জানিয়েছেন ডিবির অন্য এক সূত্র।
উল্লেখ্য, নাহিদুল ইসলামকে গত ২৮ জুলাই বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়।