রাজধানীতে ১২ ঘণ্টায় ৮২ মিলিমিটার বৃষ্টিপাত, কাল পর্যন্ত অব্যাহত থাকতে পারে: বিএমডি

ঢাকায় চলমান বৃষ্টিপাত আগামীকাল (৩০ মে) পর্যন্ত অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর (বিএমডি)। বিএমডির আবহাওয়াবিদ তারিফুল নেওয়াজ কবির বলেন, 'চলমান বৃষ্টিপাত আগামীকাল পর্যন্ত অব্যাহত থাকতে পারে। এরপর এর প্রবণতা কমে আসবে।'
এদিকে ঢাকায় আজ বৃহস্পতিবার (২৯ মে) সকাল ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত ১২ ঘণ্টায় ৮২ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।
রাজধানীতে সকাল থেকে টানা ভারী বৃষ্টিপাতের মধ্যে সন্ধ্যায় বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর (বিএমডি) এ তথ্য প্রকাশ করে।
তারিফুল নেওয়াজ কবির দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে জানান, উপকূলীয় এলাকায় বর্তমানে গভীর নিম্নচাপ বিরাজ করছে। এর প্রভাবে দেশের প্রায় সব অঞ্চলে বৃষ্টিপাত হচ্ছে।
আবহাওয়াবিদ আরও বলেন, উপকূল অতিক্রমের পর গভীর নিম্নচাপটি রাতের দিকে দুর্বল হয়ে পড়তে পারে।
তবে বর্তমানে জোয়ার না থাকায় পানির উচ্চতা উল্লেখযোগ্যভাবে বাড়ার সম্ভাবনা নেই বলেও জানান তিনি।
বিএমডির মতে, রাতে জোয়ারের চাপ দিনের তুলনায় কম থাকবে।