বিশিষ্ট আলেম স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে বসলেও রাষ্ট্রের কারণে তাকে মদের লাইসেন্স দিতে হবে: ধর্ম উপদেষ্টা
ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন বলেছেন, যদি কোনো বিশিষ্ট আলেমকেও যদি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে বসিয়ে দেওয়া হয়, রাষ্ট্রের কারণে তাকেও মদের লাইসেন্স দিতে হবে। আজ শনিবার রাজধানীর শিল্পকলা একাডেমিতে অনুষ্ঠিত দৈনিক নয়া দিগন্ত পত্রিকার প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
উপদেষ্টা বলেন, 'আমি একজন মুসলমান হিসেবে বায়তুল মোকাররমে যাই ইবাদত করতে। কিন্তু ঢাকেশ্বরী মন্দিরে যাই রাষ্ট্রীয় দায়িত্ব পালন করতে। আমি সেখানে যাই তাদের অভয় দেওয়ার জন্য, তাদের নিরাপত্তার জন্য।'
'যে কেউ ধর্ম মন্ত্রণালয়ের দায়িত্বে থাকলে তাকে সব ধর্মের মানুষের কল্যাণে কাজ করতে হয়। সব ধর্মের মানুষের সাথে যাতে সম্পর্ক সুদৃঢ় থাকে সেজন্য কাজ করতে হয়', বলেন উপদেষ্টা।
তিনি আরও বলেন, 'দেশে একটি গোষ্ঠী সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করার পাঁয়তারা করছে। তারা যাতে সেটি না করতে পারে, সেজন্য ধর্ম মন্ত্রণালয় কাজ করছে। আমি যখন উপদেষ্টা থাকব না, তখন আর মন্দিরে, প্যাগোডায় যেতে হবে না। তখন আমি শুধু মসজিদে যাব।'
জুলাই বিপ্লবের মাধ্যমে একটা সুযোগ এসেছে জানিয়ে উপদেষ্টা বলেন, 'আমাদের একে-অপরের হাত ধরার সুযোগ এসেছে, কাছাকাছি আসার সুযোগ এসেছে। এ সুযোগ হারালে আরও ১৪ বছর অপেক্ষা করতে হবে।'
নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, 'আমরা কমিটেড, অবাধ-সুষ্ঠু নির্বাচন দিয়ে এবং নির্বাচিত সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর করে ফিরে যাব। এজন্য আপনাদের পরামর্শ-মতামত চাই।'
