ভোমরা স্থল বন্দর: ভারতীয় নিষেধাজ্ঞায় একদিনেই রপ্তানি নামল ২ লাখ ডলারে

ভারতের আমদানি নিষেধাজ্ঞার প্রভাব পড়েছে সাতক্ষীরার ভোমরা স্থল বন্দরে। একদিনের ব্যবধানে বন্দর দিয়ে বাংলাদেশের রপ্তানি মূল্য ১৩ লাখ ডলার থেকে নেমে এসেছে আড়াই লাখ ডলারের নিচে।
ভোমরা কাস্টমস স্টেশন সূত্রে জানা যায়, ১৭ মে বন্দর দিয়ে ভারতে ১০৬ ট্রাকে ৮৩৫ দশমিক ৪৪৬ মেট্রিক টন পণ্য রপ্তানি হয়েছে। এসব পণ্যের মধ্যে ছিল ৩২ ট্রাক জুট ইয়ার্ন, ১৫ ট্রাক খাদ্যপণ্য (টোস্ট, জুস, চিপস, লিচু), চার ট্রাক ইয়ার্ন ওয়েস্ট, দুই ট্রাক ক্যাপ, নয় ট্রাক রেডিমেড গার্মেন্টস, ৩২ ট্রাক ট্রাভেল ব্যাগ এবং দুই ট্রাক ফার্নিচার। রপ্তানির মোট মূল্য ছিল ১৩ লাখ ৪৪ হাজার ৩ মার্কিন ডলার।
কিন্তু ১৮ মে, ভারতের নিষেধাজ্ঞার পর বন্দর দিয়ে রপ্তানি কমে দাঁড়ায় ২৮ ট্রাকে, ২৭৫ দশমিক ৭৬৩ মেট্রিক টন পণ্যে। রপ্তানিকৃত পণ্যের মধ্যে ছিল তিন ট্রাক ইয়ার্ন ওয়েস্ট, দুই ট্রাক রিপ্রোসেসড প্লাস্টিক, তিন ট্রাক কটন নিটেড ফেব্রিক্স, ১২ ট্রাক জুট ইয়ার্ন এবং আট ট্রাক ট্রাভেল ব্যাগ। এদিনের রপ্তানির মূল্য ছিল মাত্র দুই লাখ ৪৩ হাজার ৯৪৬ মার্কিন ডলার।
ভোমরা স্থল বন্দরের রাজস্ব কর্মকর্তা রাসেল আহমেদ বলেন, '১৭ মে ভারত সরকার বেশ কিছু পণ্য রপ্তানিতে নিষেধাজ্ঞা জারি করে। এর ফলে গার্মেন্টস ও প্লাস্টিক পণ্যের রপ্তানি পুরোপুরি বন্ধ হয়ে গেছে।'
তিনি জানান, ভোমরা বন্দরে রপ্তানিযোগ্য কোনো পণ্যবাহী ট্রাক বর্তমানে আটকে নেই। নিষেধাজ্ঞার ফলে কী ধরনের দীর্ঘমেয়াদি প্রভাব পড়বে, তা এক সপ্তাহ পর বোঝা যাবে। তবে এতে রাজস্ব আদায় ও অর্থনীতিতে নেতিবাচক প্রভাব পড়বে বলে তিনি মনে করেন।