রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করে আ.লীগ নিষিদ্ধের সিদ্ধান্ত নিলে ভালো হতো: জামায়াত আমীর

বিচার শেষ না হওয়া পর্যন্ত আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ করার বিষয়ে অন্তর্বর্তী সরকারের সিদ্ধান্তকে সাধুবাদ জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।
আজ রোববার সন্ধ্যায় রাজধানীর সিরডাপ মিলনায়তনে বাংলাদেশ ইনস্টিটিউট অব প্ল্যানার্সের (বিআইপি) নগর ও অঞ্চল পরিকল্পনাবিষয়ক চতুর্থ আন্তর্জাতিক সম্মেলনে উপস্থিত হয়ে সংগঠনটির আমীর ডা. শফিকুর রহমান সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা জানান।
তিনি বলেন, রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করে আওয়ামী লীগ নিষিদ্ধের বিষয়ে সিদ্ধান্ত নিলে ভালো হতো। তবে উপদেষ্টা পরিষদ যে সিদ্ধান্ত নিয়েছে, তাকে সাধুবাদ জানায় জামায়াতে ইসলামী।
জুলাই সনদ ঘোষণার বিষয়ে জামায়াত আমীর বলেন, সরকারের সদিচ্ছা থাকলে ৩০ কার্য দিবসের মধ্যে জুলাই সনদ ঘোষণা করা সম্ভব।