আ.লীগ গায়ে হাত তুললে সেই হাত ভেঙে দেবেন: মির্জা ফখরুল

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর দলের নেতা-কর্মীদের উদ্দেশ্যে বলেছেন, "আপনারা সাবধান থাকবেন। যদি আপনাদের ওপর কারও হাত পড়ে, তাহলে আওয়ামী লীগের ওই হাত আপনারা ভেঙে দেবেন। হাত একদম ভেঙে দেবেন।"
আজ মঙ্গলবার (২ সেপ্টেম্বর) রাজধানীর উত্তরায় মহানগর উত্তর বিএনপির আয়োজিত খাল পরিষ্কার কর্মসূচির উদ্বোধনকালে তিনি এসব কথা বলেন। এর আগে দলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকীতে র্যালির ঘোষণা দেয় বিএনপি। তবে জনভোগান্তির কথা চিন্তা করে পরে র্যালির পরিবর্তে খাল পরিষ্কারের কর্মসূচি নেয়।
ফখরুল বলেন, "শেখ হাসিনা দেশ থেকে পালিয়েছে, কিন্তু শয়তানি ছাড়েনি। ভারতে গিয়ে আবার শয়তানি শুরু করেছে। সেখানে বসে আওয়ামী লীগ, ছাত্রলীগকে মিছিল-মিটিং, গোলমাল ও মারামারি করতে উসকানি দিচ্ছে। বিরোধী দলের নেতাদের মারার নির্দেশ দিচ্ছে—নুরকে মেরেছে, জাগপা সভাপতি খন্দকার লুৎফর রহমানকে মেরেছে।"
বিএনপির মহাসচিব আরও বলেন, "আজ র্যালি হওয়ার কথা ছিল। র্যালি হলে রাস্তায় ভিড় হয়ে যায়, গাড়ি বন্ধ হয়, ঢাকা শহর অচল হয়ে যায়। মানুষের কষ্ট হয়। এই কথা চিন্তা করেই তারেক রহমান বলেছেন, 'আপনারা ঢাকা শহরের খাল পরিষ্কার করুন'।"
নেতা-কর্মীদের অনুরোধ জানিয়ে তিনি বলেন, "৫ মিনিট খাল পরিষ্কার করে চলে গেলে হবে না, পুরো খাল পরিষ্কার করতে হবে। নেতারা স্যুট-কোট পরে আসছেন, স্যুট-কোট পরে খাল পরিষ্কার করা যাবে না। কোনো কোনো মহিলা নেত্রী পার্লার থেকে এসেছেন—এইভাবে খাল পরিষ্কার হবে না।"
মির্জা ফখরুল বলেন, দুই হাজার মানুষের রক্তে আমরা এই স্বাধীনতা পেয়েছি। ১৯৭১ সালে লাখ লাখ মানুষের রক্তের বিনিময়ে স্বাধীনতা পেয়েছি, কারও দয়ায় নয়। আমাদের রক্তের বিনিময়ে পাওয়া দেশ। শেষ রক্তবিন্দু দিয়ে হলেও—আমরা এই স্বাধীনতা রক্ষা করব। এখানে কোনো আপোস নেই।
তিনি বলেন, "রাজনৈতিক দলগুলো মিলে অধ্যাপক ইউনূসকে দায়িত্ব দিয়েছিল দেশ পরিচালনার জন্য। তিনি চেষ্টা করছেন দেশ পরিচালনা করে একটি নির্বাচনমুখী পরিবেশ তৈরি করতে। অধ্যাপক ইউনূসের রাজনৈতিক কিছু করার ইচ্ছা নেই," বলেও মন্তব্য করেন তিনি।
বিএনপির এই নেতা বলেন, আমাদের দেখাতে হবে—জিয়াউর রহমানের মতো সৎভাবে আমরাও দেশ পরিচালনা করতে পারি। খালেদা জিয়া ছয় বছর জেল খেটেছেন, তাঁর ওপর নির্মম নির্যাতন হয়েছে, কিন্তু তিনি মাথানত করেননি।
বিভিন্ন ক্যাম্পাসে ছাত্র সংসদ নির্বাচনের প্রসঙ্গে তিনি বলেন, "সেখানে যেন আমরা কোনো গোলযোগ সৃষ্টি না করি। বিএনপি বড় দল, দায়িত্বও বেশি।"
পুলিশের উদ্দেশে বলেন, অতীতে যা করেছেন, এখন ভালো হয়ে যান। জনগণের সঙ্গে থাকুন। তাহলে সবাই আপনাদের ভালোবাসবে।
নেতা-কর্মীদের উদ্দেশ্য করে তিনি আরও বলেন, সারাদিন শুধু স্লোগান দিলেই হবে না, শহীদ জিয়া যা করেছিলেন—তা করে দেখাতে হবে। তারেক রহমান যা করতে বলছেন, তা করতে হবে। খালেদা জিয়া যে পথ দেখিয়েছেন, সেই পথেই আমাদের চলতে হবে।
তিনি আরও বলেন, বাকশাল সৃষ্টি করে শেখ মুজিবুর রহমান মানুষের ন্যূনতম মানবিক অধিকার কেড়ে নিয়েছিলেন। এ বিষয়টি আমরা ভুলিনি, ভুলতেও পারি না। সেই বাকশাল থেকে মুক্ত করে, গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার কাজ শুরু করেছিলেন বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান।
ঢাকা মহানগর বিএনপির আহ্বায়ক আমিনুল হক তাঁর বক্তব্যে বলেন, আজ খাল পরিষ্কারের উদ্বোধন হলো। আগামীকাল থেকে মহানগর উত্তরের সব আবর্জনাযুক্ত খাল পরিষ্কার করব। বিএনপি প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বৃক্ষরোপণ, ফ্রি মেডিকেল ক্যাম্প, রাস্তা-ঘাট পরিষ্কার ও খেলাধুলার কর্মসূচি রয়েছে।
তিনি আরও বলেন, "আমরা শেখ হাসিনার শাসন থেকে মুক্ত হয়েছি, কিন্তু পরিপূর্ণভাবে স্বৈরাচার থেকে মুক্ত হতে পারিনি। গণতন্ত্র উত্তরণের কাছাকাছি এসেছি, কিন্তু এখনো পরিপূর্ণভাবে গণতন্ত্র প্রতিষ্ঠা করতে পারিনি। গত ১৬ বছর দেশের মানুষ ভোট দিতে পারেনি," উল্লেখ করে তিনি বলেন, ইনশাল্লাহ আগামী ফেব্রুয়ারিতে দেশের মানুষ ভোট দিতে পারবে।