বিএনপি ক্ষমতায় না আসায় ১১ বছর ভাত খান না নিজাম, খোঁজ নিতে বললেন তারেক

ঝিনাইদহের মহেশপুর উপজেলার বাঁশবাড়িয়া গ্রামের নিজাম উদ্দিন ২০১৪ সালে জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকীর দিন রান্না করা খাবার আওয়ামী লীগের স্থানীয় নেতাকর্মীরা ফেলে দেওয়ার পর থেকে ভাত খাওয়া বন্ধ করে দেন। দীর্ঘদিন ভাত না খাওয়ায় শরীরে নানা রোগ বাসা বাঁধে। বর্তমানে তিনি ক্যান্সারে আক্রান্ত বলে জানা গেছে এবং ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
সম্প্রতি বিএনপির মিডিয়া সেল বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমে তুলে ধরলে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান নিজামের খোঁজ নিতে নির্দেশ দেন।
বিএনপি সূত্রে জানা গেছে, বিএনপি রাষ্ট্রক্ষমতায় না ফেরা পর্যন্ত ভাত না খাওয়ার প্রতিজ্ঞায় নিজাম উদ্দিন অটল ছিলেন। অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হওয়ায় তার শারীরিক অবস্থা জানতে বুধবার দুপুর ১২টায় ফরিদপুরে যাচ্ছেন বিএনপির স্বাস্থ্যবিষয়ক সম্পাদক ডা. রফিকুল ইসলাম এবং 'আমরা বিএনপি পরিবার'-এর আহ্বায়ক ও বিএনপি মিডিয়া সেলের সদস্য আতিকুর রহমান রুমনের নেতৃত্বাধীন একটি প্রতিনিধিদল।
ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসকদের সঙ্গে কথা বলে জানা গেছে, দীর্ঘদিন ঠিকমতো না খাওয়া এবং অতিরিক্ত ধূমপান করার কারণে নিজাম উদ্দিনের অবস্থা আশঙ্কাজনক। চিকিৎসকদের সন্দেহ, তার ক্যানসার হতে পারে। কিছু টেস্ট করানো হয়েছে। তবে, চূড়ান্ত প্রতিবেদন পেতে আরও সাত দিন সময় লাগবে। তখনই জানা যাবে তাঁর রোগের প্রকৃতি ও অবস্থা।
ফরিদপুর জেলা বিএনপির সদস্য সচিব একেএম কিবরিয়া স্বপন জানান, 'আমরা জেলা বিএনপির পক্ষ থেকে তাকে সব রকমের সহযোগিতা প্রদান করছি। এছাড়াও, আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের কথা মতো তার যেকোনো উন্নতি চিকিৎসার জন্য আমরা ব্যবস্থা গ্রহণ করব।'
ফরিদপুর মেডিকেল কলেজের মেডিসিন বিভাগের ডাক্তার দেবব্রত বিশ্বাস জানান, 'রোগী গত সোমবার ভর্তি হয়েছে আমাদের হাসপাতালে। এরপর থেকেই আমরা তার চিকিৎসার যাবতীয় ব্যবস্থা গ্রহণ করেছি। মূলত তার ফুসফুসের সমস্যা হয়েছে। এজন্য ঢাকার বক্ষব্যাধি হাসপাতালে নিয়ে গেলে সবচাইতে বেশি ভালো হয়।'
তিনি আরও বলেন, 'তার ফুসফুসে ক্যান্সার হতে পারে বলে আমরা ধারণা করছি। এ কারণে ফুসফুস থেকে মাংস নিয়ে সেটি পরীক্ষা করা জরুরি হয়ে পড়েছে।'
দেবব্রত বিশ্বাস বলেন, 'আমাদের তরফ থেকে সর্বোচ্চ চেষ্টা করা হচ্ছে তার চিকিৎসা সেবা নিয়ে।'