মামলা দায়েরের পর গ্রেপ্তার ভাইরাল সেই ‘ক্রিম আপা’

নিজের শিশুদের সঙ্গে নিষ্ঠুর আচরণ করে ভিডিও কন্টেন্ট তৈরির অভিযোগে মামলা দায়েরের পর 'ক্রিম আপা' নামে পরিচিত শারমিন শিলাকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (১০ এপ্রিল) রাত সাড়ে ৮টার দিকে সাভার উপজেলা পরিষদ চত্বর থেকে তাকে গ্রেপ্তার করে আশুলিয়া থানা পুলিশ।
আশুলিয়া থানার পরিদর্শক (তদন্ত) মো. কামাল হোসেন দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে বলেন, 'গতকাল রাতে সাভার উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা শারমিন শিলার বিরুদ্ধে মামলা দায়ের করেছেন। তার পরিপ্রেক্ষিতেই আজ রাতে তাকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।'
শারমিন শিলার শিশুরা এখন কার তত্ত্বাবধানে রয়েছে — এ প্রশ্নের জবাবে পুলিশের ওই কর্মকর্তা বলেন, 'সমাজসেবা অধিদপ্তরের লোকজন এসেছেন, তারা বিষয়টি দেখবেন।'
এর আগে শিশু সন্তানদের সঙ্গে নিষ্ঠুর আচরণের অভিযোগে বৃহস্পতিবার সাভার উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা কাজী ইসরাত জামান আশুলিয়ার বাসিন্দা শারমিন শিলার বিরুদ্ধে শিশু আইন, ২০১৩-এর অধীনে মামলা দায়ের করেন।
মামলার এজাহারে বলা হয়েছে, পেশায় বিউটিশিয়ান শারমিন শিলা সামাজিক যোগাযোগমাধ্যমে 'ক্রিম আপা' নামে পরিচিত। তিনি নিজে বিভিন্ন ধরনের ক্রিম তৈরি করে বিক্রি করেন এবং সন্তানদের নিয়ে নানা রকম ভিডিও তৈরি করে ফেসবুকসহ বিভিন্ন অনলাইনে প্রকাশ করেন।
এজাহারে আরও বলা হয়েছে, গত ৩০ মার্চ বিকেল ৪টার দিকে নিজের ফেসবুক আইডি থেকে একটি ভিডিও পোস্ট করেন শারমিন শিলা, যা পরে ভাইরাল হয়।
ভিডিওতে দেখা যায়, তিনি তার আনুমানিক দুই বছর বয়সি মেয়েকে এক হাতে ধরে মুখে চাপ দিয়ে হা করিয়ে জোর করে কেক জাতীয় কিছু খাওয়াচ্ছেন।
এছাড়াও তিনি সন্তানদের জোর করে ক্যামেরার সামনে এনে চুল কাটা ও রঙ করা, কানে ভারী দুল পরানো, মুখে কুলকুচি করানো, অপমানজনক ভাষা ব্যবহার ও শারীরিক নির্যাতনের মতো কর্মকাণ্ড করে আসছেন।
এজাহারে বলা হয়, ভাইরাল হওয়ার উদ্দেশ্যে এক বছর ধরে শারমিন শিলা তার দুই সন্তানের সঙ্গে মাতৃসুলভ আচরণ না করে নিয়মিতভাবে আঘাত, উৎপীড়ন, অবহেলা ও নিষ্ঠুর আচরণের মাধ্যমে ভিডিও কন্টেন্ট তৈরি করছেন।
এতে শিশুরা শারীরিক ও মানসিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে — বলা হয় এজাহারে