বিএনপির গুলশান কার্যালয়ের সামনে গ্রেপ্তার যুবক ৩ দিনের রিমান্ডে
রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ের সামনে থেকে তিনটি জাতীয় পরিচয়পত্রসহ (এনআইডি) গ্রেপ্তার হওয়া ইনামে হামীম নামে এক যুবকের তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। সোমবার (৫ জানুয়ারি) বিকেলে শুনানি শেষে ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জশিতা ইসলাম এই আদেশ দেন।
এর আগে, গুলশান থানায় দায়ের করা প্রতারণা ও জালিয়াতির মামলায় তদন্ত কর্মকর্তা উপ-পরিদর্শক শেখ সাইফুল ইসলাম আসামিকে আদালতে হাজির করে সাত দিনের রিমান্ড আবেদন করেন।
পুলিশের রিমান্ড আবেদনে বলা হয়, গ্রেপ্তারকৃত হামীম অসৎ উদ্দেশ্যে একই ছবি ব্যবহার করে তিনটি পৃথক জাতীয় পরিচয়পত্র তৈরি করেছেন। তিনি আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে নাশকতামূলক কর্মকাণ্ড ঘটানোর উদ্দেশ্যে গুলশানে বিএনপি কার্যালয়ের সামনে সন্দেহজনকভাবে ঘোরাফেরা করছিলেন। এছাড়া তার কাছে পাওয়া ভুয়া এনআইডিগুলো রাষ্ট্রবিরোধী কাজে ব্যবহারের পরিকল্পনা ছিল কি না, তা খতিয়ে দেখার জন্য নিবিড় জিজ্ঞাসাবাদের প্রয়োজন।
শুনানিতে রাষ্ট্রপক্ষের প্রসিকিউটর মুহাম্মদ শামছুদ্দোহা সুমন সাত দিনের রিমান্ডের পক্ষে যুক্তি তুলে ধরেন। অন্যদিকে, আসামিপক্ষের আইনজীবী মো. আসাদুজ্জামান রিমান্ড বাতিল চেয়ে জামিন আবেদন করেন। উভয় পক্ষের শুনানি শেষে আদালত তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন।
আদালত ও পুলিশ সূত্রে জানা গেছে, গত ৪ জানুয়ারি রাত ৩টা ৪০ মিনিটের দিকে গুলশানের ৮৬ নম্বর রোডে বিএনপি কার্যালয়ের সামনে হামীমকে সন্দেহজনকভাবে ঘুরতে দেখে চেয়ারপারসন সিকিউরিটি ফোর্সের (সিএসএফ) সদস্যরা তাকে আটক করেন। খবর পেয়ে পুলিশ সেখানে গিয়ে তাকে জিজ্ঞাসাবাদ করলে তিনি অসংলগ্ন কথাবার্তা বলেন। এরপর তার দেহ তল্লাশি করে তিনটি জাতীয় পরিচয়পত্র এবং বিভিন্ন ব্যাংকের পাঁচটি চেক বই উদ্ধার করা হয়।
