তারেক রহমানের সঙ্গে ইইউ প্রতিনিধিদের বৈঠক: নির্বাচনে বড় পর্যবেক্ষক দল পাঠানোর আগ্রহ
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে বৈঠক করেছে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) রাষ্ট্রদূত মাইকেল মিলারের নেতৃত্বে একটি প্রতিনিধি দল।
মঙ্গলবার (৬ জানুয়ারি) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে এই বৈঠক অনুষ্ঠিত হয়।
বৈঠক শেষে বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান গণমাধ্যমকে জানান, আসন্ন সংসদ নির্বাচনে ইউরোপীয় ইউনিয়ন একটি বড় আকারের পর্যবেক্ষক দল পাঠাতে চায়। এ বিষয়টি নিয়ে তারা ভারপ্রাপ্ত চেয়ারম্যানের সঙ্গে বিস্তারিত আলোচনা করেছেন এবং আলোচনা অত্যন্ত ফলপ্রসূ হয়েছে। আগামী নির্বাচন কেমন হতে যাচ্ছে, সেখানে বিএনপির ভূমিকা কী থাকবে এবং নির্বাচন-পরবর্তী দেশের উন্নয়ন নিয়ে দলটির ভাবনা কী— এসব বিষয়ে তারেক রহমান প্রতিনিধি দলকে জানিয়েছেন।'
নজরুল ইসলাম খান বলেন, 'নির্ধারিত তারিখে শান্তিপূর্ণ, অবাধ ও সুষ্ঠু নির্বাচন চায় বিএনপি। দেশের মানুষ দীর্ঘ সময় নির্বাচনে অংশ নিতে পারেনি এবং ভোট দিতে পারেনি। তারা এখন শান্তিপূর্ণভাবে ভোট দেওয়ার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছে এবং ভোটের মাধ্যমেই তাদের ইচ্ছা-আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটাবে।'
তিনি বলেন, 'বৈঠকে তারেক রহমান বলেছেন, নির্বাচনে আমরা সক্রিয়ভাবে অংশগ্রহণ করব। এর জন্য আমরা যাবতীয় প্রস্তুতি নেওয়ার জন্য কাজ করছি। বাংলাদেশের উন্নয়নে ইউরোপীয় ইউনিয়নের যে অংশগ্রহণ তার জন্য তিনি তাদেরকে ধন্যবাদ জানিয়েছেন। তিনি আশা করেছেন, আগামী দিনে ইউরোপীয় ইউনিয়ন যেন বাংলাদেশের উন্নয়নে আরও বেশি সহযোগিতা করে এবং কার্যকর ভূমিকা পালন করে যাতে বাংলাদেশের জনগণ উপকৃত হয়। ইইউ প্রতিনিধিরা বলেছেন, তারা আরও অধিক পরিমাণে সহযোগিতা নিয়ে আগামী দিনে বাংলাদেশের পাশে দাঁড়াবে।'
নজরুল ইসলাম খান আরও জানান, বৈঠকে বাংলাদেশের শ্রমিকদের উন্নয়নে বিএনপির ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে জানতে চেয়েছে ইইউ।
তিনি বলেন, 'ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেছেন, বাংলাদেশের শ্রমিকদের কল্যাণে বিএনপি সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। বেগম খালেদা জিয়ার আমলেই বাংলাদেশ লেবার কোর্ট, লেবার ওয়েলফেয়ার ফাউন্ডেশন এবং শ্রমিকদের কল্যাণে আইন সংশোধনে কাজ করেছে বিএনপি।'
এক প্রশ্নের জবাবে বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য বলেন, 'ইইউ থেকে একটি বিশাল পর্যবেক্ষক দল আসবে এবং তারা সারা দেশেই কাজ করবেন বলে ধারণা করা হচ্ছে। তাদের পর্যবেক্ষণের ফলে নির্বাচনের গ্রহণযোগ্যতা বাড়বে।'
তিনি উল্লেখ করেন, 'বিগত কয়েকটি নির্বাচনে ইউরোপীয় ইউনিয়ন কোনো পর্যবেক্ষক পাঠায়নি। এবার তারা বড় দল পাঠাতে চাচ্ছে কারণ তারা মনে করে এই নির্বাচনটি সুষ্ঠু ও শান্তিপূর্ণ হবে এবং এখানে জনগণের আকাঙ্ক্ষা প্রতিফলিত হবে। এর মাধ্যমে ইউরোপীয় ইউনিয়ন বর্তমান নির্বাচন প্রক্রিয়াকে সমর্থন জানিয়েছে এবং পরবর্তী নির্বাচিত সরকারকে সহযোগিতা করার ইঙ্গিত দিয়েছে।
বৈঠকে বিএনপির পক্ষে অংশ নেন স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, চেয়ারপারসনের উপদেষ্টা ইসমাইল জবিউল্লাহ, বিএনপির যুগ্ম মহাসচিব ও ভারপ্রাপ্ত চেয়ারম্যানের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যানের উপদেষ্টা ড. মাহদী আমিন। ইইউ প্রতিনিধি দলে ছিলেন এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের উপ-ব্যবস্থাপনা পরিচালক পাওলা পাম্পালোনি, এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয়-দক্ষিণ এশিয়ার উপ-বিভাগীয় প্রধান মনিকা বাইলাইট এবং আইনি উপদেষ্টা রাস্তিস্লাভ স্প্যাক।
