ফতুল্লায় বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ৬, জেলা ছাত্রদল নেতাসহ আটক ৮
নারায়ণগঞ্জের ফতুল্লায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিএনপির দুই গ্রুপের মধ্যে ব্যাপক সংঘর্ষ ও বোমাবাজির ঘটনা ঘটেছে। শনিবার বিকেলে ফতুল্লার শিয়াচর হাজীবাড়ি মোড় এলাকায় ঘটা এই সংঘর্ষে উভয় পক্ষের অন্তত ৬ জন আহত হয়েছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ, সেনাবাহিনী ও র্যাব যৌথ অভিযান চালিয়ে জেলা ছাত্রদল নেতাসহ ৮ জনকে আটক করেছে।
আটককৃতরা হলেন- কুতুবপুর ইউনিয়ন যুবদলের সাবেক সভাপতি জয়নাল আবেদীন, জেলা ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান দোলন, আকাশ, জুয়েল, রিয়াজুল, রাজিব, জিহাদ ও রশিদ।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, ফতুল্লা থানা তাঁতী দলের সভাপতি ইউনুস মাস্টার এবং ইউনিয়ন যুবদলের সাবেক সভাপতি জয়নাল আবেদীনের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। এলাকায় মাদক ব্যবসা, কলকারখানার ওয়েস্টেজ মাল ও জমি দখলের নিয়ন্ত্রণ নিয়ে এই সংঘাতের সূত্রপাত। সম্প্রতি জয়নালের একচ্ছত্র আধিপত্যের ওপর ইউনুস মাস্টার ও তার অনুসারীরা ভাগ বসালে শনিবার দুপুর থেকে দুই গ্রুপের মধ্যে উত্তেজনা শুরু হয়।
বিকেলে উভয় পক্ষের কয়েকশ ব্যক্তি ধারালো দেশীয় অস্ত্র ও হাতবোমা নিয়ে সংঘর্ষে জড়ায়। এ সময় এলাকায় ব্যাপক বোমাবাজি ঘটিয়ে সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক সৃষ্টি করা হয় এবং একাধিক বসতবাড়িতে ভাঙচুর চালানো হয়।
খবর পেয়ে পুলিশ, সেনাবাহিনী ও র্যাব ঘটনাস্থলে পৌঁছে ধাওয়া দিয়ে ৮ জনকে আটক করে। ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মান্নান বলেন, আটককৃতদের কয়েকজনের কাছ থেকে গাঁজা ও হেরোইন উদ্ধার করা হয়েছে। এছাড়া ঘটনাস্থল থেকে বিস্ফোরিত বোমার কিছু অংশ জব্দ করা হয়েছে। এই ঘটনায় মামলা দায়ের প্রক্রিয়াধীন রয়েছে।
