আমরা গণতন্ত্র, স্বাধীন সাংবাদিকতা ও সুশাসন চাই: মাহফুজ আনাম
দ্য ডেইলি স্টার সম্পাদক মাহফুজ আনাম বলেছেন, আমরা গণতন্ত্র চাই, আমরা স্বাধীন সাংবাদিকতা চাই এবং আমরা সুশাসন চাই।
শনিবার (১০ জানুয়ারি) সকালে রাজধানীর বনানীর একটি হোটেলে বিএনপির পক্ষ থেকে গণমাধ্যমের সম্পাদক ও জ্যেষ্ঠ সাংবাদিকদের সঙ্গে আয়োজিত এক শুভেচ্ছা বিনিময় ও মতবিনিময় অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
মাহফুজ আনাম বলেন, 'রাজনৈতিক দলগুলোর আলোচনায় জলবায়ু পরিবর্তনের বিষয়টি খুব একটা উঠে আসছে না।'
তিনি আরও বলেন, 'বাংলাদেশ জলবায়ু পরিবর্তনের প্রভাবে ক্ষতিগ্রস্ত প্রথম সারির দেশগুলোর একটি এবং আমরা ইতোমধ্যেই উপকূলীয় অঞ্চলগুলোতে এর প্রভাব দেখতে পাচ্ছি। আমার অনুরোধ থাকবে, জলবায়ু পরিবর্তনকে যেন সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হয়।'
দেশের পানিসম্পদ রক্ষা ও পরিবেশ দূষণ নিয়ে উদ্বেগ প্রকাশ করে ডেইলি স্টার সম্পাদক বলেন, 'পানিসম্পদের দিক থেকে আমরা বিশ্বের অন্যতম ধনী দেশ, কিন্তু আমরা আমাদের সব নদী দূষিত করছি।'
নদী রক্ষায় কার্যকর পদক্ষেপের অভাব তুলে ধরে তিনি আরও বলেন, 'এটি অবিশ্বাস্য যে, আমরা ঠিক কতটা দ্রুত নদী দূষণের দিকে ধাবিত হচ্ছি এবং এ বিষয়ে কার্যত কিছুই করছি না। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হলো আমাদের ভূগর্ভস্থ পানি। আমাদের অবশ্যই এই বিষয়টি নিয়ে কাজ করতে হবে।'
অনুষ্ঠানে তিনি রাজনৈতিক দলগুলোকে পরিবেশ ও সুশাসনের বিষয়গুলোতে আরও সোচ্চার হওয়ার আহ্বান জানান।
