আওয়ামী লীগের চেয়ে বিএনপি আমলে বেশি সহনশীলতা ছিল: নূরুল কবীর
নিউ এজ পত্রিকার সম্পাদক নূরুল কবীর বলেছেন, এটা সত্য যে বিভিন্ন রাজনৈতিক দলের আমল লক্ষ্য করলে স্বীকার করতে হবে যে বিএনপি আমলে আওয়ামী লীগ আমলের তুলনায় অনেক বেশি সহনশীলতা ছিল।
শনিবার (১০ জানুয়ারি) সকালে রাজধানীর বনানীর একটি হোটেলে বিএনপির আয়োজনে গণমাধ্যমের সম্পাদক ও জ্যেষ্ঠ সাংবাদিকদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন৷
দেশের সাম্প্রতিক পরিবর্তন প্রসঙ্গে তিনি বলেন, 'আমরা সবাই এমন সময় সমবেত হয়েছি যখন একটা পুরনো স্বৈরতান্ত্রিক ব্যবস্থা গণঅভ্যুত্থানের মুখে পতন ঘটেছে। যেই জন্য মানুষের এত আত্মদান, সেই আত্মদানের ভিত্তিতে মানুষের আকাঙ্ক্ষার বাংলাদেশ গড়ে উঠবার প্রক্রিয়ার মধ্যে আছি আমরা। কিন্তু সেটা এখনো গড়ে ওঠেনি।'
গণঅভ্যুত্থানের সময়কার রাজনৈতিক প্রেক্ষাপট ব্যাখ্যা করতে গিয়ে তিনি বলেন, 'গণঅভ্যুত্থানের মধ্যে আমরা রাজনীতির সংস্কৃতির নানা ধরনের প্রবণতা দেখেছি। এটার মধ্যে ডান, বাম, মধ্যবর্তী সকল রাজনৈতিক ধারা সক্রিয় ছিল। আবার এগুলোর সঙ্গে সরাসরি সম্পৃক্ত নন এবং সাধারণভাবে একটা শান্তিপূর্ণ সামাজিক রাজনৈতিক অবস্থা দেখতে চান- এমন লক্ষ লক্ষ মানুষ ছিল। তাদের আত্মদান আছে। এই সময়ে পরস্পরকে দোষারোপ না করে রাজনৈতিকভাবে, সামাজিকভাবে এই আত্মদানকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার দিকে আগানোর আলোচনা হলে সময়ের প্রতি সুবিচার হবে।'
গণতন্ত্র এবং গণমাধ্যমের পারস্পরিক সম্পর্কের ওপর গুরুত্বারোপ করে এই প্রবীণ সাংবাদিক বলেন, 'পৃথিবীতে এমন কোনো জায়গায় কখনোই গণতন্ত্র প্রতিষ্ঠিত হয় নাই-যেখানে গণমাধ্যমের আইনগত, রাজনৈতিক সামাজিক, সাংস্কৃতিক স্বাধীনতা ছিল না। ফলে গণতন্ত্রের জন্য সংগ্রাম আর মিডিয়ার গণতান্ত্রিক স্বাধীনতা এই দুইটা হাত ধরাধরি করে চলেছে। আমরা যদি ভবিষ্যতে বাংলাদেশের গণতান্ত্রিক রূপান্তর চাই তাহলে অবশ্যই গণতান্ত্রিক রাজনীতির পাশাপাশি একটা গণতান্ত্রিক সাংবাদিকতার পরিবেশ থাকতে হবে।'
বক্তব্যের শেষ পর্যায়ে তিনি রাজনৈতিক আচরণের তুলনামূলক চিত্র তুলে ধরে বলেন, 'এটা সত্য যে বিভিন্ন রাজনৈতিক দলের আমল লক্ষ্য করলে স্বীকার করতে হবে যে বিএনপি আমলে আওয়ামী লীগ আমলের তুলনায় অনেক বেশি সহনশীলতা ছিল।'
