মতপার্থক্যে হতাশা নয়, বহুত্ববাদকে ধারণ করে ‘রেইনবো স্টেট’ গঠন করতে চাই: ফখরুল

তিনি বলেন, ‘বিষয়টা হচ্ছে যে, রাজনীতিটা অত সহজ পথ নয়, গোলাপের পাপড়ি ছড়ানো থাকে না, এখানেও সমস্যা থাকবে, সেটাই রাজনীতি। কিন্তু এতে হতাশ হওয়ার কিছু নেই।’