মব ভায়োলেন্সে হাত-পা বাঁধা, উগ্রবাদ রুখতে তারেক রহমানের বিকল্প নেই: মতিউর রহমান চৌধুরী
দৈনিক মানবজমিনের প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী বলেছেন, ২০২৪ সালের ৫ আগস্টের পর দেশের মিডিয়া একদিকে যেমন স্বাধীন, অন্যদিকে মব ভায়োলেন্সের কারণে তেমনি নিয়ন্ত্রিত। মব ভায়োলেন্সের ভয়ে সংবাদমাধ্যম সাহসী হতে পারছে না এবং এর ফলে সাংবাদিকদের হাত-পা বাঁধা হয়ে যাচ্ছে।
শনিবার (১০ জানুয়ারি) সকালে রাজধানীর বনানীর একটি হোটেলে বিএনপির উদ্যোগে সম্পাদক ও জ্যেষ্ঠ সাংবাদিকদের সঙ্গে আয়োজিত এক মতবিনিময় ও শুভেচ্ছা অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
গণমাধ্যমের বর্তমান পরিস্থিতি তুলে ধরে তিনি বলেন, 'আমরা লিখতে চাই, আমরা বলতে চাই। মিডিয়া ২০২৪ এর ৫ আগস্টের পর অনেকটাই স্বাধীন। তবে অনেকটাই নিয়ন্ত্রিতও। নিয়ন্ত্রিত এই কারণে বলছি—মব ভায়োলেন্সের কারণে আমরা সাহসী হতে পারছি না। আমাদের হাত-পা বাঁধা হয়ে যাচ্ছে। মিডিয়া অফিসে যখন আগুন দেওয়া হয়, সংবাদপত্র অফিসে যখন আগুন দেয়া হয়, তখন আমার ভাবতে কষ্ট লাগে যে আমরা জাহান্নামে আছি না বেহেশতে আছি।'
বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের কাছে নিজের প্রত্যাশার কথা জানিয়ে মতিউর রহমান চৌধুরী বলেন, 'ইতিহাসের এক যুগসন্ধিক্ষণে তিনি বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে ফিরে এসেছেন। তবে তার সামনে এখন কঠিন চ্যালেঞ্জ। এই চ্যালেঞ্জ মোকাবিলা করতে হলে সম্মিলিতভাবে করতে হবে। দলের ভেতর থেকে এককভাবে করার চেষ্টা করা হলে অতীতের মতোই ভুল হওয়ার আশঙ্কা থাকবে।'
তিনি সতর্ক করে বলেন, 'সেই ভুল থেকে এমন একটা অবস্থায় চলে যাব যেখান থেকে আমাদের ফিরে আসা কঠিন হবে।'
দেশ বর্তমানে অস্তিত্বের সংকটে পড়েছে উল্লেখ করে তিনি আরও বলেন, 'যে উগ্রবাদ আমাদেরকে গ্রাস করার চেষ্টা করছে, এই উগ্রবাদ থেকে দেশকে মুক্ত করতে হলে তারেক রহমান ছাড়া এই মুহূর্তে আর কোনো বিকল্প নেই।'
মতবিনিময় এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডেইলি স্টার সম্পাদক মাহফুজ আনাম, দ্য বিজনেস স্ট্যান্ডার্ডের সম্পাদক ইনাম আহমদ, নির্বাহী সম্পাদক শাখাওয়াত লিটন, আমার দেশ-এর সম্পাদক মাহমুদুর রহমান, দৈনিক খবরের কাগজ সম্পাদক মোস্তফা কামাল, নিউ এজ সম্পাদক নুরুল কবীর, কালের কণ্ঠ সম্পাদক হাসান হাফিজ, যুগান্তর সম্পাদক কবি আব্দুল হাই শিকদার, নির্বাহী সম্পাদক এনাম আবেদীন প্রমুখ।
এছাড়া, বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, ড. আব্দুল মঈন খান, আমীর খসরু মাহমুদ চৌধুরী, সালাহউদ্দিন আহমদ, মেজর হাফিজ আহসদ প্রমুখ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
