ভোটারদের সমস্যা চিহ্নিত করতে নেতা-কর্মীদের নির্দেশ তারেক রহমানের
ঢাকা-১৭ আসনের নেতা-কর্মীদের সঙ্গে আজ মঙ্গলবার বৈঠক করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বৈঠকে তিনি আগামী নির্বাচনের প্রস্তুতি কেমন হবে এবং কীভাবে ভোটারদের কাছে পৌঁছানো যায়, সে বিষয়ে দিকনির্দেশনা দেন।
এদিন সকাল ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়।
বৈঠকে তারেক রহমান বনানী থানার নেতা-কর্মীদের সঙ্গে মতবিনিময় করেন। ঢাকা-১৭ নির্বাচনী এলাকার অধীনে থাকা চারটি থানার মধ্যে বনানী একটি।
বৈঠকে উপস্থিত ছিলেন বিএনপির উপদেষ্টা আব্দুস সালাম ও ড. ফরহাদ হালিম ডোনার, যুবদলের সভাপতি আব্দুল মোনায়েম মুন্না, মহিলা দলের সাধারণ সম্পাদক সুলতানা আহমেদ, ছাত্রদলের সাধারণ সম্পাদক নাসিরউদ্দীন নাসির প্রমুখ।
বৈঠকের পর নাসিরউদ্দীন নাসির সাংবাদিকদের জানান, জাতীয় নির্বাচন সামনে রেখে দলের যে নিয়মিত আলোচনা চলছে, এটি তারই অংশ।
তিনি আরও বলেন, তারেক রহমান নেতা-কর্মীদের নির্দেশ দিয়েছেন ঢাকা-১৭ আসনের ভোটারদের প্রধান সমস্যাগুলো খুঁজে বের করতে। নেতা-কর্মীদের এই সমস্যাগুলো সমাধানের প্রতিশ্রুতি নিয়ে ভোটারদের কাছে যাওয়ার বিষয়ে বলেছেন তিনি।
